আজ বৃহস্পতিবার | ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১ | ৮ রজব ১৪৪৬ | দুপুর ২:২৪

বিএনপির অন্ত:কোন্দলে ঘি ঢালছে কারা?

ডান্ডিবার্তা | ০৪ জানুয়ারি, ২০২৫ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিদায়ী বছরের মতোন গত সাড়ে ১৫ বছর বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের মধ্য দিয়ে রাজনীতি করতে হয়েছে। এর মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে ব্যস্ত সময় পার করতে হয়েছে তাদের। তবে তাদের দাবি আদায় না হলেও গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানের মধ্য দিয়ে বিএনপির এই দাবি জানানো এখন অনেকটাই সহজ হয়ে গেছে। কারণ বর্তমানে স্বৈরাচার হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই আত্মগোপনে রয়েছেন। এর ফলে বর্তমানে অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছেন। কিন্তু বিএনপিকে এখনো সামনে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই মন্তব্য একাধিকবার করেছেন। বর্তমানে পরিস্থিতি যা দাঁড়িয়েছে এই অবস্থায় বিএনপির নেতাকর্মীরা নির্বাচন না হওয়ার পর্যন্ত রাজপথ ছাড়বে না। কেননা এখনো পর্যন্ত অন্তর্বতীকালীন সরকারের পক্ষ থেকে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো রোডম্যাপ প্রকাশ করা হয় নি। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। যা কেন্দ্রীয় একাধিক নেতার বক্তব্যে প্রকাশ পেয়েছে। এর ফলে নতুন বছরেও নির্বাচনের দাবিতে সারাদেশের বিএনপির নেতাকর্মীদের মতোন নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদেরও সরব থাকতে হবে। আপাতত বিএনপির সামনে আর কোনো দরজা খোলা নেই। এর আগে আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনামলে শত বাধা বিপত্তি, নির্যাতনের শিকার হওয়ার পরও বিএনপির মধ্যে অন্তকোন্দল থাকলেও তা প্রকাশ্যে দেখা যায় নি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তা স্পষ্ট হতে শুরু করে। আধিপত্য বিস্তার করা নিয়ে একাধিক জায়গায় বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলায় জড়িয়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার সরকারের পতন ও দেশত্যাগের পর থেকেই সারাদেশের মতো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতির মোড় ঘুরে গেছে। যেখানে কিছুদিন আগেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় বড় কথা বলতেন নিজেদের জানান দিতে ব্যস্ত থাকতেন সেখানে তারা একেবারেই আড়াল হয়ে গেছেন। কেউ কেউ প্রকাশ্যে আসার চেষ্টা করলেও সেটা খুবই অল্প সময়ের জন্য। গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তবর্তী সরকার ক্ষমতায় এলে তাঁর দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও স্বপরিবার গোপনে দেশ ছাড়েন বলে খবর বের হয়। এদিকে বর্তমানে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে না থাকায় বিএনপির এই দ্ব›দ্ব সমস্যার সৃষ্টি না করলেও আগামীতে তা বিএনপিকে বিপদে ফেলতে সক্ষমতা রাখে। সেই সঙ্গে বিএনপির এই অন্ত:কোন্দলের কারণে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপির কর্মসূচিতে অনুপ্রবেশ করার সুযোগ পাচ্ছেন। এর ফলে দলের মধ্যে তারা বিশৃঙ্খলা করে দলের ভাবমূতি নষ্ট করছেন। তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী হতে হলে একতাবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বিএনপির। তা না হলে বারবার বিশৃঙ্খলার কারণে সাধারণ মানুষের কাছে বিএনপির ইমেজ দিন দিন কমতেই থাকবে। সর্বশেষ গত ৪ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় তারেক রহমানের বক্তব্য শুনতে সকল ভেদাভেদ, দ্ব›দ্ব ভুলে গিয়ে এক কাতারে হোন তারা। এদিকে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমান এইসব বিষয়ে কড়া নির্দেশনা দেন। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। জেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্ব›েদ্বর সৃষ্টি হয়। যা নিয়ে তীব্র সমালোচনার মধ্যে পড়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। যা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যেই আতঙ্ক কাজ করেছিল। তাই এই মুহূর্তে তারেক রহমানের এই মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উপকৃত করেছে নারায়ণগঞ্জ বিএনপিকে। এর ফলে হয়তো বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে দূরত্ব অনেকটাই কমে আসবে। পাশাপাশি তারেক রহমানের কড়া নির্দেশনার কারণে পরবর্তীতে বিএনপির নেতাকর্মীরা যেকোনো বিশৃঙ্খলা করতেও কয়েকবার চিন্তা করবে। তাই বিএনপির নেতাকর্মীরা এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এমনটাই প্রত্যাশা সবার।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা