আজ বৃহস্পতিবার | ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১ | ৮ রজব ১৪৪৬ | দুপুর ২:৪৭

বিএনপি ভোগের রাজনীতি করেনা

ডান্ডিবার্তা | ০৪ জানুয়ারি, ২০২৫ | ১১:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
তারেক রহমান কতৃক রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ব্স্তবায়নে জনসম্পৃক্ততা এবং তীব্র শীতে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চাঁনমারি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির নেতা মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। মামুন মাহমুদ তার বক্তৃতায় বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি হাসিনা ৬ বছর কারাগারে আটক করে রেখেছিলো। সেই সময় দলের হাল ধরেছিলেন আমাদের নেতা তারেক রহমান। অনেকে ধারনা করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এ ধারনা ভুল। স্বৈরাচারের পতন হয়েছে আপনাদের আন্দোলনের কারনে। এ দেশ থেকে চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চাঁনমারি একটি প্রসিদ্ধ এলাকা, এখানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বসবাস করে। চাঁনমারি সম্পর্কে আমাদের একটি নেতিবাচক ধারনা ছিলো। এখানে নানা ধরনের অন্যায় অপকর্মকারী চক্র বসবাস করে। কিন্তু এখন আমরা জানি চাঁনমারিতে আর কোন অপরাধী চক্র নেই। এখানে তাদেরকে কারা আশ্রয়-প্রশ্রয় দিতো সেটা সবাই জানতো। তাদেরকে দেখলে আপনারা ভয় পেতেন। এখন আপনারা স্বাধীনভাবে সকল কাজ করতে পারছেন। প্রধান অতিথি বলেন, বিএনপি জনগণের সেবার রাজনীতি করে, কোন ভোগের রাজনীতি করেনা। আমাদের নেতা তারেক রহমানে বিদেশে কোন বাড়ি-গাড়ি নেই এমনকি ঢাকা শহরেও নেই। তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও কোন বাড়ি নেই তিনি ভাড়া বাড়িতে থাকেন। এ থেকে বুঝতে হবে বিএনপি ভোগের রাজনীতি করেনা, মানুষের রাজনীতি করে। আমরা ১৫ বছর নিপিড়ন-নির্যাতন সহ্য করেছি, ওরা আমাদের রক্ত চুষে নিয়েছে। আমরা চাকরি, ব্যবসা কোন কিছুই করতে পারিনি তবুও চেষ্টা করেছি বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। তার প্রমান হচ্ছে আজকে এমন প্রচন্ড শীত উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন। রাষ্ট্র ক্ষমতায় না থেকেও সামান্য উপহার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কিন্তু যারা ১৫ বছর লুটপাট, অত্যাচার, নির্যাতন করলো তারাতো একটা ছেঁড়া কাপড়ও নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়ালোনা। তাই আপনাদের ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিতে আমরা রাজপথে সংগ্রাম করেছি এবং হাসিনাকে চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে। আগামীতে আপনারা ভোট দিবেন এবং বিচার করার দ্বায়িত্বও আপনাদের। যদি আপনাদের কোন কাজে আসি তাহলে আমাদের একটা হক আছে আপনাদের আছে। আমাদের মার্কা ধানের শীষে আপনাদের ভোট আমরা আশাকরি। বক্তব্য শেষে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অধ্যাপক মামুন মাহমুদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক সহ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবু, ফতুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আহŸায়ক আলী আজগর, ফতুল্লা থানা বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক নাদিম হাসান মিঠু, একরামুল কবির মামুন, এড. শিপলু, খোকন, মোক্তার সহ প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা