ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার সময় পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক মাহফুজুর রহমানকে (কনক) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মাহফুজুর রহমান কনককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আগামী সোমবার রিমান্ড শুনানীর তারিখ ধার্য করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি বলেন, শাওন হত্যা মামলায় এসআই মাহফুজুর রহমানকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২২ সালের ১ সেপ্টেম্বর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় র্যালি বের করার সময় যুবদল কর্মী শাওন বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় নিহত শাওনের বড় ভাই মিলনকে বাদী করে পাঁচ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা হয়। পরবর্তী সময়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ অক্টোবর মিলন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এই মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ সদর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমানসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। মামলায় ১ নম্বর আসামি সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল এবং ১৬ নম্বর আসামি করা হয় গুলি করা ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমানকে। মামলায় বাদী অভিযোগ করেন, তাঁর ভাই শাওনের মরদেহ পুলিশি পাহারায় দাফন করা হয়। জানাজায় পরিবার ও দলীয় নেতা–কর্মীদের অংশ নিতে দেওয়া হয়নি। বাদীসহ পরিবারের লোকজনকে চাপ দিয়ে বিএনপির অজ্ঞাতনামা পাঁচ হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে বাধ্য করে। পরে দ্রæত চূড়ান্ত রিপোর্ট দিয়ে বাদীকে পুলিশ তুলে নিয়ে কোর্টে হাজির করে। চূড়ান্ত রিপোর্ট গৃহীত হলে আপত্তি নেই বলে জবানবন্দি দিতে বাধ্য করে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মাসুদ বলেন, এসআই মাহফুজুর রহমান বর্তমানে ঢাকায় এপিবিএনে কর্মরত। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বর্তমান কর্মস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯