আজ সোমবার | ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১ | ৫ রজব ১৪৪৬ | রাত ১০:৩০

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার মূলহোতারা ধরাছোয়ার বাইরে

ডান্ডিবার্তা | ০৫ জানুয়ারি, ২০২৫ | ১১:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতকর্মী। এসব মামলায় সাধারণ কয়েকজন সমর্থক গ্রেপ্তার হলেও জুলম অত্যাচারকারী পদধারী দাপটি নেতারা রয়েছেন ধরাছোয়ার বাইরে। এতে জনমনে নানা প্রশ্ন উঠেছে। এসব হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করা বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ একটি অনুষ্ঠানে বলেছিলেন, আওয়ামী লীগের সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের আÐারগ্রাউÐ আঁতাত রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ ৪২ টি মামলা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে মামলাগুলো করা হয়। এসব মামলায় বহু অপকর্মের হোতা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহব্বায়ক মতিউর রহমান মতি, শ্রমিকলীগ সভাপতি আব্দুস ছামাদ বেপারী, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, আনোয়ার ইসলাম, রুহুল আমিন মোল্লা, ইফতেখার আলম খোকন ও তাদের সহযোগীসহ আওয়ামী লীগের বহু সমর্থকদের আসামি করা হয়। কিন্তু পুলিশ সাধারণ কিছু সমর্থকদের গ্রেপ্তার করলেও অপকর্মের হোতাদের গ্রেপ্তার করতে পারেনি। অনুসন্ধানে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানায় গত ৩ সেপ্টেম্বর ১৩২ জনকে এজাহার নামীয় আসামি করে রাজশাহী জেলার নাজমুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে ২০ জুলাই সন্ধ্যা ৬ টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বাদীর ভাই মিনারুল ইসলাম(২৯) কে আসামিরা গুলি করে হত্যা করেন। অথচ মিনারুলের মৃত্যু হয়েছিল সড়ক দুর্ঘটনায়। যার তথ্যপ্রমাণ উপস্থাপন করে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ মামলার এজাহার নামীয় ৩৯ নং আসামি চুনা ব্যবসায়ী চাঁন মিয়া।  এছাড়াও চাঁন মিয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও যাত্রাবাড়ী থানায় ৬ টি হত্যা ও ২টি হত্যা চেষ্টা মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে চাঁন মিয়া জেল হাজত বাস করছেন। ইতোমধ্যে তাকে ৩ দফা পুলিশ রিমাÐে আনা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় রাকিব (২১), হুনাইন (১৩), তুহিন (৩০) হত্যা, মিনারুল ইসলাম(২৯) হত্যা, মিরাজ হোসেন (১৪) হত্যা চেষ্টা, রাকিব হোসেন(১৮) হত্যার চেষ্টা, ফতুল্লা থানায় করা মিরাজ (৩০) হত্যা ও যাত্রাবাড়ী থানায় বিল্লাল (২০) হত্যা মামলার এহাজার নামী আসামি চাঁন মিয়া। তাকে আওয়ামী লীগ নেতা উল্লেখ করে মামলার আসামি করা হয়েছে। অথচ এসব মামলার আসামি অপকর্মকারী বহু আওয়ামী লীগ নেতাকর্মী প্রকাশ্যে এলাকায় ঘুরছে।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা