আজ মঙ্গলবার | ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১ | ৬ রজব ১৪৪৬ | সকাল ৬:৫৬

বিএনপিতে ফিরছে বহিস্কৃতরা!

ডান্ডিবার্তা | ০৫ জানুয়ারি, ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বহিস্কৃত ছয়জনকে নিয়ে এখনো ভয়ে রয়েছেন আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে বহিস্কৃতদের নিয়ে লাগাতার বক্তব্যে আলোচনায় রয়েছে তারা। নতুন বছরের প্রথম দিনে বন্দর উপজেলা বিএনপি একটি অনুষ্ঠানেও বহিস্কৃতরা দলের কেউ না এমন মন্তব্যে করেছেন। এর ফলে বহিস্কৃতরা মাঠ পর্যায়ে তৎপরতা বৃদ্ধি হওয়ায় আহবায়ক ও সদস্য সচিব আতংকে হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীরা। এদিকে বিএনপির বহিস্কৃতরা তারা অন্য কোন দলে যোগ দেয়নি তাদের পুনরায় বিএনপিতে নেয়া প্রায় চুড়ান্ত হয়েে ঘেছে। যে কোন সময় তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাদের আবার বিএনপিতে নেয়া হবে। এদিকে যে ছয়জন বহিস্কৃতদের ইঙ্গিত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান বলেছেন, যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা কিন্তু বিএনপির কেউ না। যদি তাদেরকে দল ক্ষমা করে তারপরেই তারা বিএনপি করার অধিকার পাবে। এর আগে তারা বিএনপির করার কোন অধিকার রাখে না। একই সুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, দালালদের বিএনপি করার কোন অধিকার নাই। তোমরা স্বৈরাচারী সরকারের আমলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দালালি করেছে। গডফাদার সেলিম ওসমান জনসভা ও শামীম ওসমানের জনসভায় গিয়ে বক্তব্য দিয়েছে। এখন দেখি দালালেরা বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন লাগিয়েছে। ওই দালালদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা বিএনপি’র কেউ না, তোমরা বহিষ্কৃত। দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডে অংশ নেয়ায় দুই বছরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ছয় নেতাকে বিএনপির সকল সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল, আহবায়ক কমিটির সদস্য শওকত হাশেম শকু, মহানগর বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহমেদ ও গোলাম নবী মুরাদ। সিটি কর্পোরেশন নির্বাচনে দলের বিরুদ্ধে থাকায় বহিস্কার হওয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এটিএম কামাল। বাকিরা ২০২৩ সালের ২৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী প্রচার কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে বহিস্কার হন। তারা বহিস্কৃত হওয়া পরও বিগত বছর সময়গুলোতে মাঠ পর্যায়ে থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়তা দেখা যায়নি। এর ফলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব টিপু নেতৃত্বে থানা উপজেলা ওয়ার্ডের নেতারা আন্দোলনের সক্রিয় ছিলেন। এর আগে আওয়ামীলীগ সরকার পতনের পর ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নারায়ণগঞ্জে বিএনপির বহিষ্কৃত নেতাদের সাবধান করে সতর্ক করেন মহানগর বিএনপি। ওই সময়ে সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এই সর্তক বার্তায় বলেন, বহিষ্কৃতদের কারণে বিএনপিতে কোন দাগ পড়তে দেয়া হবে না। তাদের সাথে কোন আপস করা হবে না। আমি টিপু কারো কাছে মাথানত করি নাই, করবো না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বন্দরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠে বহিষ্কৃত আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে বন্দর থানা বিএনপির সভাপতি ও নাসিক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ বলেন, কানা মুকুলের কারণে বন্দর বিএনপি সমালোচিত হয়েছে। একের পর এক নিয়ন্ত্রণে নেয়ায় জেলা প্রশাসনের কাছে বিএনপির বদনাম হয়েছে। বিএনপির বহিষ্কৃত নেতা হয়ে মুকুল ও তার ভাতিজা আবুল কাউসার কিভাবে দখলদারিত্বে জড়িয়ে পড়ছে বুঝতেছি না। ইতোমধ্যে কানা মুকুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও কেন্দ্রীয় নেতাদের কাছে অবগত করা হয়েছে। আমরা চাই, জেলা প্রশাসন থেকে যৌথ অভিযান চালিয়ে মুকুলের দখলকৃত সকল কিছু ফিরিয়ে নেয়া হোক। একই অভিযোগ উঠেছে বহিষ্কৃত বিদ্রোহী গ্রæপের বন্দর থানা বিএনপির আহবায়ক হান্নান সরকার, সিনিয়র যুগ্ম-আহবায়ক সুলতান আহমেদের বিরুদ্ধে। তারা মুকলের নেতৃত্বে পুরো বন্দরে দখলের রাজ্যে পরিণত করেছে বলে অভিযোগ তুলে বন্দর থানা বিএনপির নেতারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা