ডান্ডিবার্তা রিপোর্ট
জেলা শহরের একমাত্র সরকারি বয়েজ হাইস্কুল আই.ই.টি স্কুল ও হাস প্রজনন খামানের সামনের অতি গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। ছোট-বড় দূর্ঘটনা এ সড়কের নিত্য সঙ্গী হয়েছে। নারায়ণগঞ্জ শহর থেকে আদমজী-শিমরাইল মোড়ে যাতায়াতের জন্য এটি একমাত্র সড়ক। এছাড়াও সড়কটি আদমজী ইপিজেড হয়ে সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা দুটি থানাকে করেছে সংযুক্ত । যার কারনে প্রতিদিন কয়েক হাজার রিকশা, অটোরিকশাসহ হালকা এবং ভারী যানবাহন চলাচল করে এ সড়কে। দীর্ঘদিন ধরে এটি পূর্ণাঙ্গ সংস্কারের অভাবে দিন দিন মৃতুফাঁদে পরিণত হয়েছে। সড়কের অবস্থা এতটাই খারাপ যে, মালামাল বোঝাই সহ একটা ট্রাক এই ভাঙা অংশ টুকু পার হওয়ার সময় অপর পাশ থেকে আসা যানবাহনকে অপেক্ষা করতে হয়। পাছে যেন উল্টিয়ে না পড়ে। এদিকে সড়কের এ অংশের বেহাল দশায় অটোরিকশা, রিকশাগুলোর গতি কম থাকার সুযোগে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন যাত্রী সাধারণ ও পথচারীরা। ছিনতাইকারীরা নির্বিঘেœ ছিনতাই করে কেটে পড়ছে। আইইটি স্কুলে আসা যাওয়া ছাত্ররা রেহাই পাচ্ছেনা ছিনতাইকারীদেও হাত থেকে। জনি নামে স্থানীয় এক বাসিন্দা জানান, দিনের তুলনায় সড়কের এ ভাঙা জায়গাটা রাতে আরো ভয়ংকর। এ জায়গাটা এখন ছিনতাইকারীদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে কারন ছিনতাইয়ের পর তারা পাশের কেল্লা যাওয়ার সংযুক্ত সড়ক দিয়ে অনায়াসে পালিয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দা এবং চলাচলকারীদের দাবী, সড়কটির ভাঙা অংশটুকু সংস্কার ও মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে এ জনদুর্ভোগ থেকে মুক্তি দান করেন। এদিকে সড়ক সংস্কারের বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিই্ও জাকির হোসেনের মোবাইলে চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯