আজ মঙ্গলবার | ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১ | ৬ রজব ১৪৪৬ | দুপুর ২:৪৩

বিতর্কিতদের তালিকা প্রস্তুত হচ্ছে!

ডান্ডিবার্তা | ০৬ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। সংঘটিত নানা নৈরাজ্য, হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, দখল, চাঁদাবাজির ঘটনা থেকে দলকে দূরে রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন দলটির শীর্ষ নেতারা। এমনকি যে সকল নেতৃবৃন্দ দলের নাম ভাঙ্গিয়ে বিতর্কিত কর্মকান্ড করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাসহ তালিকা করা হচ্ছে। একদিকে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স; অন্যদিকে জেলাব্যাপি থানা-উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে রাতদিন বসিয়েছেন পাহারা। যারাই অপকর্মের সঙ্গে জড়িত হবেন, তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দলের নেতাকর্মীর বিষয়ে রয়েছে আরও সতর্কবার্তা। ন্যূনতম সম্পৃক্ততা পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে দলটি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্র্বতীকালীন সরকার, তথা বিজয়ী ছাত্র-জনতার ওপর প্রতিশোধের নীল-নকশা নিয়ে মাঠে নেমেছে। জনরোষে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান স¤প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে বিশেষভাবে টার্গেট করেছে। সা¤প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এ মুহূর্তে তাদের ষড়যন্ত্র। তবে তারা এ বিষয়ে সজাগ রয়েছেন। ইতোমধ্যে সাধ্যমতো সব পদক্ষেপ গ্রহণ করেছেন। দলের নাম ব্যবহার করে কেউ যদি এ ধরনের অপতৎপরতায় জড়িয়ে পড়ে, তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, শৃঙ্খলা পরিপন্থি কর্মকাÐে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক নেতাকে বহিষ্কার করা হয়েছে। শোকজ করা হয়েছে আরো কয়েকজনকে। বিএনপির এ কঠোর বার্তা দলের তৃণমূলের কাছে পৌঁছে দিয়েছেন নেতারা। নৈরাজ্য প্রতিহত করতে জনসচেতনতার উদ্দেশে এলাকায় এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এতে দুষ্কৃতকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন নেতাকর্মীরা। বেশ কিছু এলাকায় নেতাদের মোবাইল ফোন নম্বরসহ লিফলেট বিতরণ করা হয়েছে। দলের নির্দেশনায় বলা হয়েছে, ‌‘দলমত, ধর্ম-বর্ণ, পেশা-নির্বিশেষে যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সাধ্যানুযায়ী সহযোগিতা করা, সংখ্যালঘু স¤প্রদায় এবং তাদের ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপদ রাখার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করুন। নিজ নিজ পাড়া-মহল্লায় দলীয় নেতাকর্মী ও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সব ধরনের নৈরাজ্য প্রতিহত করুন। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না। কোনো পরাজিত শক্তি কিংবা কেউ বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করতে চাইলে, তাদের আইনের হাতে তুলে দিন। যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নৈরাজ্যের বিরুদ্ধে দলের কঠোর নির্দেশনার পর থেকে নারায়ণগঞ্জে ধর্মীয় স¤প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টা রুখে দিতে কাজ করছেন বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। নারায়নগঞ্জের দেওভোগ জিউস আখড়া মন্দির, কালিরবাজার দুর্গা মন্দির, মাসদাইর পৌর শ্নশান, ফতুল্লা মন্দির, পঞ্চবটি শীষমহল এলাকায় রাধাগোবিন্দ মন্দিরসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক পাহারা বসিয়েছেন তারা। শুধু শহরব্যাপিই নয় নারায়ণগঞ্জের সর্বত্র একই অবস্থা দেখা গেছে।বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, সংখ্যালঘু নির্যাতনের একটি গুজব-গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে ছাত্র-জনতার বিজয়কে বিতর্কিত করার জন্য। আগের মতো বিএনপির বিরুদ্ধে এ দোষারোপ করে দেশ-বিদেশে সা¤প্রদায়িক দল বানানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর একই ধরনের কাজ করেছিল একটি মহল। সেই বিষয়টিকে মাথায় রেখে এবার শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবুও ওই মহলটি একইভাবে মিথ্যা প্রচারণা শুরু করেছে। তারা একটি দেশের অনুকম্পা পেতে নানা নাটক তৈরি করছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টের নানা গুজব সৃষ্টিতে তৎপরতা শুরু করেছে। তবে এবার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার বিদায়ের পর বিএনপিসহ অন্যান্য বিরোধী দল এবং রাজপথের শিক্ষার্থীরা সর্বোচ্চ সতর্ক থাকায় মন্দিরসহ সংখ্যালঘুদের বিভিন্ন উপাসনালয়ে হামলা-অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা ঘটেনি। এমনকি মাদ্রাসার ছাত্র, হুজুররাও এবার এসব স্থাপনায় রাত জেগে পাহারা দিচ্ছেন। ফলে সেখানে তেমন কোনো সুবিধা করতে পারেনি সুযোগসন্ধানী ওই মহলটি




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা