আজ মঙ্গলবার | ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১ | ৬ রজব ১৪৪৬ | রাত ১০:৩৬

মহানগর বিএনপির কমিটি যায় যায় অবস্থা

ডান্ডিবার্তা | ০৬ জানুয়ারি, ২০২৫ | ১০:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিতে কমিটি ভাঙ্গনের আতঙ্ক বিরাজ করছে। এরমধ্যে ভেঙে পড়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের কমিটি। পাশাপাশি জেলা ও মহানগরের সকল অঙ্গসংগঠনের কমিটি ভাঙনের একপ্রকার গুঞ্জন থাকলেও সেটা উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় নির্দেশে স্বস্তি ফিরে পেয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদল, মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবকদল ইতিমধ্যেই ইউনিট কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় ভাবে নির্দেশনা দিয়েছেন। সূত্র বলছে, গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় নেতাদের সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের একটি সভা হয়। সেই সভায় কেন্দ্রীয় নেতারা জেলা ও মহানগর যুবদলের কমিটি বর্ধিত না থাকায় প্রথম কমিটি বর্ধিত করার নির্দেশ দেন। পরবর্তীতে ইউনিট কমিটি গঠনের জন্য প্রস্তুতি নিতে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাদের বিতর্ক বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়ে আসলেও কেন্দ্রীয় নেতারা এখনও কমিটি ভাঙ্গনের বিষয়ে তেমন কথা বলেনি। তবে কমিটি ভাঙ্গবে এটা নিশ্চিত করেছে কেন্দ্রীয় একটি সূত্র। কেননা বিতর্কিত ব্যক্তির দায় শুধুমাত্র তার নিজেরই নিতে হবে সংগঠনের নয় এবং উক্ত পদে অব্যাহতি দিয়ে কেন্দ্রের দৃষ্টিতে যোগ্য ব্যক্তিতে মূল্যায়িত করবে কেন্দ্র। অপরদিকে জেলা যুবদলের ক্ষেত্রে একই অবস্থা। তাছাড়া সংগঠনের শীর্ষ দুই নেতার বণিবনা। তবে কেন্দ্র শীর্ষ এক নেতার খসড়া তালিকা পেলেও আরেজনের তালিকা দিতে এখনও গড়িমসি করায় দ্রæত সময়ের মধ্যে খসড়া কমিটি কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের উভয় কমিটিই বর্ধিত থাকলেও ইউনিট নেই বা মেয়াদোত্তীর্ণ। কিন্তু জেলা কমিটিকে কেন্দ্র থেকে ইউনিট কমিটি গঠনের কোন প্রকার নির্দেশ না দিলেও মহানগর কমিটিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সিগন্যাল দেয়া হয়েছে কমিটি গঠনের লক্ষ্যে এবং কেন্দ্রীয়ভাবেও সকল ইউনিট কমিটি গঠনের প্রক্রিয়া দ্রæত সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দিয়েছেন। সূত্র আরও নিশ্চিত করেছে যে, কমিটি গঠনের গড়িমসিতে কমিটি মেয়াদউত্তীর্ণ হলে কমিটি অবশ্যই ভেঙ্গে দিবে যেকোন সময় কেন্দ্র। এছাড়া সংগঠনের নেতৃত্বে থেকে প্রভাবের মাধ্যমে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ কেন্দ্রীয় নেতাদের হাতে থাকলেও সেগুলো নিয়ে যাচাই বাছাই প্রক্রিয়াধীন। সেগুলো প্রমাণিত হলে সংগঠনের দায়িত্ব থেকে সেই নেতাকে পদচ্যুত করা হবে। তবে কমিটি ভাঙ্গনের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের মাথা ব্যাথা নেই। কেন্দ্রীয় নেতাদের ভাষ্যমতে, বর্তমান পরিক্ষীত নেতারাই সংগঠনের নেতৃত্বে রয়েছে। এরমধ্যে রাজনৈতিক পটপরিবর্তনে কেউ বিতর্কে জড়িয়েছেন। তাদের সকল অপকর্মের সংবাদ খোদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্তও আছে। তিনি এগুলোর যাচাই বাছাই বিভিন্ন ভাবে প্রক্রিয়াধীন রেখেছেন। কিন্তু তাদের বিতর্কিত কান্ড প্রমাণিত হলেই সঙ্গেই সঙ্গেই ব্যবস্থা নিবেন কেন্দ্র।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা