আজ বৃহস্পতিবার | ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১ | ৮ রজব ১৪৪৬ | রাত ১১:৫৭

এগিয়ে যাচ্ছে মুক্তারপুর-পঞ্চবটি সড়ক আধুনিকায়নের কাজ

ডান্ডিবার্তা | ০৬ জানুয়ারি, ২০২৫ | ১০:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মুন্সীগঞ্জের মুক্তারপুর-পঞ্চবটি সড়ক আধুনিকায়নের কাজ এগিয়েছে আরেক ধাপ। দ্বিতল সড়কে ডেক্স ¯ø্যাব বসানো শুরু হয়েছে। পাইল, পিয়ার ও ডেক্স প্যানেলসহ প্রকল্প জুড়েই কর্মযজ্ঞ। ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার এ প্রকল্পের অগ্রগতি এখন সাড়ে ৪৬ শতাংশ। আগামী ডিসেম্বরেই নতুন সড়কটি চালুর আশা করছেন প্রকল্প পরিচালক। মুন্সীগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর সহজ যোগাযোগে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে ছয় লেনে ৩১০ মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত। আর কাশীপুর থেকে চরসৈয়দপুর পর্যন্ত দোতলা দুই লেনে। পুরানো সড়কটি আরও দুই লেনে প্রশস্ত হবে এ অংশে। শীতলক্ষ্যা-৩ সেতুর গোল চত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ৩ দশমিক সাত পাঁচ কিলোমিটার সড়ক সরাসরি চার লেন। ধলেশ্বরী বুড়িগঙ্গা তীরে এখন দ্বিতল সড়ক। যানজট এড়িয়ে সড়ক কানেক্টিভিটির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। পাইল, পিয়ার ও ডেক্স প্যানেলসহ প্রকল্প জুড়েই কর্মযজ্ঞ। তবে এই সড়কের পঞ্চবটি থেকে পোস্তগোলা এবং শীতলক্ষ্যা-৩ সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে প্রশস্ত সড়ক করা গেলে সড়কটির গুরুত্ব আরও বাড়বে। মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্পের ডেপুটি টিম লিডার প্রকৌশলী জহুরুল হক জানান, এখন যে গতিতে কাজ চলছে, সেটি বজায় থাকলে আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরে কাজটি শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। তাই দ্রæতগতিতে চলছে কর্মযজ্ঞ। প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে আমাদের প্রকল্পের অগ্রগতি সাড়ে ৪৬ শতাংশ। এখন দ্রæত গতিতে কাজ এগিয়ে চলছে। আশাকরি নির্দিষ্ট সময়ের মাঝে কাজ শেষ করা যাবে।’ ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে চিনা ঠিকাদারি প্রতিষ্ঠান।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা