ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে পূর্ব শত্রæতার জের ধরে আবু হানিফ নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা রাতেই হামলাকারী শাহীনের বাড়িঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে শাহীনের সহযোগি পাড়াগাঁও মধ্যপাড়া এলাকার নজু মিয়ার ছেলে সুরুজ মিয়াকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে। আহত যুবদল কর্মী আবু হানিফ মিয়া উপজেলার লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে। এলাকাবাসী ও আহত আবু হানিফ মিয়া জানান, রূপগঞ্জের পাড়াগাঁও এলাকার লিয়াকত আলীর ছেলে শাহীন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসা বন্ধের জন্য একাধিকবার আবু হানিফ মিয়াকে নিষেধ করে শাহীন মিয়া ও তার লোকজন। শনিবার রাতে এরই জের ধরে শাহিন মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে শনিবার রাতে পাড়াগাঁও এলাকায় আবু হানিফকে আটক করে কুপিয়ে জখম করেন। এ সময় আহত হানিফ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে শাহিন মিয়ার বাড়িঘরে হামলা চালিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনের লেলিহান শিখা বেড়ে উঠে পাশের মসজিদে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। এদিকে হামলাকারী শাহীন মিয়া ও তার সহযোগিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রবিবার সকালে ভুলতা-মুড়াপাড়া সড়কে শত শত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯