ডান্ডিবার্তা রিপোর্ট
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, অনেক পিতা আছেন যারা তার সন্তানদের সাথে পেরে উঠেন না। সন্তানেরা তার মা-বাবাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে, কথা শোনে না। এই শাসনের দায়িত্ব সমাজকর্মীদের নিতে হবে। সমাজের মানুষদের সেখানে গিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। একটি এলাকায় অনেক ভালো মানুষ থাকে এবং সেখানে যদি একজন খারাপ মানুষ, অসৎ চরিত্র, মাদকাসক্ত বা ছিনতাইকারী থাকে তাহলে সে একাই সকলের ঘুম হারাম করে দেয়। তাই আমাদের একটি সন্তানও যাতে নষ্ট না হয় সেদিকে কাজ করতে হবে। আমাদের সন্তানগুলো সব থেকে বেশি মূল্যবান। তাদের মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে। ঘুষখোর, দুর্নীতি পরায়ন মানুষদের সমাজ থেকে বয়কট করতে হবে। সম্মান করতে হবে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের এবং সৎ মানুষকে। তাহলেই আমাদের সন্তানরা চাইবে সৎ মানুষ হয়ে সম্মানিত হতে। একটি পরিবার ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে দেশ ভালো হয়ে যাবে। দেশকে ভালো করতে হলে ভালো মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি করতে হবে। গতকাল রবিবার সিদ্ধিরগঞ্জে জেলা তরুণ দলের উদ্যোগে অসহায় শীতর্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন গিয়াসউদ্দিন। এ সময় তিনি আরও বলেন, গরিব-দুস্থদের মাঝে শীত বছর বিতরণ করার কর্মসূচি হাতে নেওয়াতে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন রাজনৈতিক ব্যক্তির উদ্দেশ্যেই থাকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা। দেখে ভালো লাগছে যে, আমার অনেক সহকর্মী দিন দিন দেশের জন্য কাজ করতে অগ্রসর হচ্ছেন। তারা জনগণকে সেবা দিচ্ছেন। এই যে দৃষ্টান্ত সেটা আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। আমাদের যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী দেশের কল্যাণে কাজ করতে হবে। এই গ্রামে আমরা অনেক মানুষ বসবাস করি। আমরা যখন একটি বিপদে পড়বো, তখন যেন পাশের মানুষ এসে আমাদের বিপদে পাশে দাঁড়ায়। আমরাও তাদের বিপদে পাশে দাঁড়াবো। যে অর্থ সম্পদ আল্লাহ আমাদের দান করেছেন সেটার মালিকানা শুধু আমাদের নয়। আল্লাহ এই অর্থ সম্পদ দিয়ে আমাদের পরীক্ষা করেন। এই অর্থ সম্পদ দিয়ে অন্যান্যদের কল্যাণে কতটুকু ব্যয় করবো সেটা পরীক্ষা করা হয়। মহান আল্লাহকে যদি আমরা রাজি-খুশি করতে চাই তাহলে আমাদের বেশি বেশি দান-সদকা করতে হবে। আমি এই এলাকার সন্তান। মৃত্যুর আগ পর্যন্ত এই এলাকার প্রতিটি মানুষের পাশে আমি থাকবো। এলাকার মানুষদের মান-সম্মান যেন কোন দিক দিয়ে ঘাটতি না হয় সে দিকে খেয়াল রাখবো। আমি একটি পথ তৈরি করে দিয়ে যেতে চাই, যাতে করে সেই পথ ধরে এলাকার সন্তানেরা প্রতিষ্ঠিত হতে পারে। স্বৈরাচারী সরকারের আমলে গ্রামীণ শাসন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সরকারি দলের ছোট পাতি নেতারাও এলাকার মুরব্বিদের মনেনি। বিচারের নামে তারা অন্যায় করেছে মানুষ ন্যায় বিচার পাইনি। আইনের ঘরে তো পাইনি বরং সামাজিকভাবেও বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। আমি আমার সহকর্মীদের অনুরোধ করবো আসেন আমরা সবাই আবার সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করি। যাদের বিচার করার জ্ঞান শক্তি আছে তাদেরকে নিয়ে পাড়ায় মহল্লায় কমিটি গঠন করে দেই। সাধারণ মানুষ যেন তাদের কাছে গিয়ে সুখ দুঃখের কথা বলতে পারে। আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারলে সমাজ সুন্দর হবে, আমাদের সন্তানেরা সুন্দর হবে।
ই-
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯