ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরে ও সোনারগাঁয়ে গত কয়েক দিনের তীব্র শীতে বিক্রিও বেড়েছে শীতের পোশাকের। ফলে মার্কেটে ও সড়কে ফুটপাতের অস্থায়ী দোকানে ক্রেতায় জমজমাট। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,শপিংমল থেকে শুরু করে ফুটপাথ সব জায়গায় শীতের কাপড় কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে বিভিন্ন শপিংমলের তুলনায় ফুটপাথেই হিড়িক পড়েছে বেশি। শপিংমলের ছেলেদের পোশাকের ক্ষেত্রে জ্যাকেট, ডেনিমের সোয়েটার, লম্বা হাতার মোটা গেঞ্জির চাহিদা বেশি। এসব পোশাক ৫০০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া নারীদের ক্ষেত্রে সোয়েটার, উলের গেঞ্জি, জ্যাকেট ও হুডি বেশি বিক্রি হচ্ছে। এসব পোশাকও ৫০০ থেকে শুরু করে দেড়-দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যানে পুরোনো গরম কাপড় বিক্রির ধুম পড়েছে। এখানে ক্রেতার ভিড়ও চোখে পড়ার মতো। সন্ধ্যার পর থেকে দোকানগুলোতে পা ফেলার জায়গা থাকে না। পুরোনো সোয়েটার, জাম্পার, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, মোজা, মাফলার পাওয়া যায় খুব অল্প দামের মধ্যে। আর এসব পোশাক থেকেই বাছাই করে চাহিদামত পোশাক কিনছেন স্বল্প আয়ের মানুষ। ফুটপাথে দেখা গেছে, স্বল্প মূল্যে প্রয়োজনীয় ও পছন্দনীয় পোশাক কিনছেন ক্রেতারা। ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে যেকোনও বয়সী মানুষের শীতের কাপড় বিক্রি হচ্ছে ফুটপাথে। ভিড় করে দাঁড়িয়ে বেছে বেছে পরিবারের সদস্যদের জন্য শীতের কাপড় কিনছে মানুষ। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব এলাকার ফুটপাথগুলোয় নি¤œবিত্তের চেয়ে মধ্যবিত্ত মানুষের সংখ্যাই বেশি।মার্কেটের তুলনায় ফুটপাথের দোকানে কম দামে কাপড় মিলছে। কামাল নামে এক কাপড় ব্যবসায়ী বলেন, গত এক সপ্তাহ ধরে মার্কেটে ক্রেতা একটু বেশি। বিক্রি ভালোই হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা ভালো হবে। দিনে ২০-৩০ হাজার টাকার বিক্রি করছি। আমাদের দোকানে সব ছেলেদের পোশাক বিক্রি হচ্ছে। মার্কেটে বেশি তরুণ কাস্টমার। ফুটপাতের পোশাক বিক্রেতা আক্তার হোসেন বলেন, এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা বেড়েছে। যেকোনও জিনিস কিনতে নি¤œ ও মধ্যবিত্তদের প্রথম পছন্দ ফুটপাথ। কারণ প্রয়োজনীয় ও পছন্দনীয় সব জিনিস স্বল্প মূল্যে পাওয়া যায় ফুটপাথে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের কাপড় কেনার জন্য স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও ভিড় করছেন। ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়ায় বেচাকেনাও বেশি হচ্ছে। মার্কেটে শীতের পোশাক কিনতে আসা শিক্ষার্থী আবুল হাসনাত বলেন, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা থাকায় শীতার্ত মানুষ প্রচÐ শীত থেকে রক্ষা পেতে তাদের সামর্থ্য অনুযায়ী শপিংমল ও ফুটপাতের দোকানগুলো থেকে শীতের কাপড় কিনছেন।
এই সুযোগে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে শীতের পোশাকের বেশি দাম চাইছেন। তবে বিক্রেতারা বলছেন, মানসম্পন্ন পণ্য কিনতে চাইলে একটু বেশি দাম তো দিতেই হবে।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯