আজ বুধবার | ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১ | ৭ রজব ১৪৪৬ | রাত ৩:৫২

ছাত্রদলের পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ

ডান্ডিবার্তা | ০৬ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিতে পদ পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন পদ প্রত্যাশীরা। ইতোমধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীতে পদ প্রত্যাশীরা জেলা ও মহানগরে একাধিক শোডাউনও করেছেন। জানা যায়, জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি দলের সাংগঠনিক নিয়মে স¤প্রতি বিলুপ্ত করা হয়েছে। এরপর থেকে জেলা ও মহানগর ছাত্রদলের পদ প্রত্যাশীরা দৌড়ঝাঁপ করছেন কেন্দ্রে। কমিটি পেতে নতুনদের পাশাপাশি পুরাতন দায়িত্বশীলরাও করছেন লবিং তদবির। তবে আন্দোলন সংগ্রামে সক্রিয়তাকেই কমিটিতে পদ প্রাপ্তির মূল যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে বলে কেন্দ্রীয় একাধিক সূত্রে জানা গেছে। এদিকে কমিটিতে পদ পেতে দলের কেন্দ্রে নিয়মিত যাতায়াত করছেন পদ প্রত্যাশীরা। কেন্দ্র থেকে বার বার কমিটির জন্য কেন্দ্রে গিয়েও লাভ নেই বরং কমিটি সরাসরি নারায়ণগঞ্জ ছাত্রদল কর্তৃক দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে তারেক রহমানের নির্দেশনায় আসবে বলে জানানো হলেও তারা লবিং তদবির অব্যাহত রেখেছেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাদের মাঝে প্রতিদিন কমিটি দেয়া হবে গুজব ছড়াচ্ছে একটি মহল। এতে করে পদ প্রত্যাশীরা বিব্রত হয়ে নিয়মিত যাতায়াত করছেন কেন্দ্রে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে লবিং তদবির করছেন তারা। এদিকে বছরের শুরু থেকে প্রতিদিন এমন গুজব ছড়ানো হচ্ছে বলে জানা গেছে। পদ প্রত্যাশীরাও কমিটি নিয়ে নিয়মিত যোগাযোগ করছেন বিভিন্ন মহলে। তবে কমিটি ঠিক করে হবে এ ব্যাপারে কেন্দ্র থেকে কোন দিক নির্দেশনা দেয়া না হলেও সবাইকে দলীয় নির্দেশনা মেনে কাজ করতে বলা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ও মহানগর ছাত্রদলের কমিটি ইতোমধ্যেই খসড়া আকারে পাইপলাইনে আছে বলে জানা গেছে। জেলা ও মহানগর ছাত্রদলের পদ প্রত্যাশী নেতাদের বিগত দিনের কর্মকান্ড ও ৫ আগস্ট পরবর্তী কর্মকান্ডের ফাইল একাধিক মাধ্যমে সংগ্রহ করেছে কেন্দ্রীয় দায়িত্বশীল টিম। তারা এসব তথ্য যাচাই বাছাই করে খসরার কাজ চলমান রেখেছেন। এ কাজের পর সুপারিশ আকারে সেটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট প্রদান করবেন বলে জানা গেছে। পরবর্তীতে তার সিদ্ধান্তে এ কমিটির নির্দেশনা আসবে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে বিগত দিনের রাজপথের আন্দোলন সংগ্রামে অংশ নেয়া নেতাদের মূল্যায়ন করবে দল। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে রাজপথের প্রকৃত নেতাদের বাইরে কাউকে স্থান নেয়া হবেনা বলে জানিয়েছে কেন্দ্র। তবে সক্রিয়দের কেউ কেউ ৫ আগস্টের পর যদি কোন বিতর্কিত কর্মকান্ডে জড়িত হয় তবে তার ব্যাপারেও সতর্ক থেকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় কেন্দ্র।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা