আজ মঙ্গলবার | ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১ | ৬ রজব ১৪৪৬ | বিকাল ৫:২৯

জেলা বিএনপির সম্ভাব্য নেতাদের আমলনামা যাচাই-বাছাই হচ্ছে

ডান্ডিবার্তা | ০৬ জানুয়ারি, ২০২৫ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আসন্ন কমিটিতে পদ প্রত্যাশী নেতাদের আমলনামা সংগ্রহ করেছে কেন্দ্র। ইতোমধ্যে আসন্ন কমিটিতে সম্ভাব্য একাধিক নেতার আমলনামা যাচাই বাছাই করে খোঁজ খবর নেয়া হচ্ছে। দলের একাধিক নিজস্ব সোর্সের মাধ্যমে এসব নেতাদের আমলনামা সংগ্রহ ও যাচাই বাছাই কার্যক্রম চলছে। এতে বিগত দিনে রাজপথে সক্রিয়, আগামী দিনের জন্য যোগ্য, দলের প্রতি সর্বোচ্চ ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে বলে একাধিক সূত্রে জানা গেছে। দলীয় সূত্রমতে, বিগত দিনে যাদের কমিটি দেয়া হয়েছিল তাদের অধিকাংশ কমিটি আন্দোলন সংগ্রামে নিজেদের অবস্থান জানান দিতে চেষ্টা করলেও পুরোপুরি সফল হয়নি। সেসময় রাজপথে গ্রেপ্তার খুন গুম হামলা মামলার আতংক বিরাজ করলেও তা উপেক্ষা করে অনেক নেতা রাজপথে ছিলেন। এসব বিষয়ের পাশাপাশি ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে আন্দোলনের মাঠে দেয়া দায়িত্ব পালনে নেতাদের ভূমিকাকেও বিবেচনা করা হচ্ছে। দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা দেশের রাজনীতির জন্য। নারায়ণগঞ্জ জেলাকে সবসময় সেভাবেই বিবেচনা করে দল। এবারো তার ব্যতিক্রম হচ্ছেনা। দল থেকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আসন্ন কমিটির নেতা নির্বাচনে। দলের বিভিন্ন সোর্সগুলোকে এ ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। এর পাশাপাশি বিগত দিনে স্বৈরাচারদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা ও তাদের প্রতিহত করতে যারা সক্রিয় ছিলেন তাদের কর্মকান্ড যাচাই বাছাই করা হচ্ছে। তাদেরকেও দলের জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান দেয়ার ব্যাপারে সর্বোচ্চ বিবেচনা করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বের ক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণাবলীর পাশাপাশি যাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ নেই এমন নেতা এবার বাছাই করবে দল। যে নেতা জেলা বিএনপির সকল থানা বিএনপির নেতাদের নিয়ন্ত্রণ, কর্মী মূল্যায়ন, রাজপথে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করাতে সক্ষম এমন নেতাদের নাম আলোচনায় উঠে আসছে। এর মাঝে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটির সত্যতা ও সেটি কাটিয়ে উঠার প্রবণতাকেও গভীরভাবে দেখছে দল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা