ডান্ডিবার্তা রিপোর্ট
অন্তর্বতীকালীন সরকার ক্ষমতায় আসায় আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছে বিএনপি। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনায় এখন সর্বস্তরে দল গোছানোর কাজ করছে। তৃণমূল পর্যায়ে দল গুছানোর কাজ শেষ করে মেয়াদোত্তীর্ণ উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড ওর্যায়ের কমিটিও পুনর্গঠন করতে চায় দলটি। এ জন্য ইতিমধ্যেই তৎপর হয়েছে দলের সিনিয়র নেতারা। সূত্র মতে, গত বছরের শেষের দিকে রাজপথে আন্দোলন জোরদার করার পরিকল্পনা ছিল বিএনপির। সেভাবেই দলের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিন রাজনৈতিকভাবে বেকায়দায় থাকা বিএনপিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। এ আন্দোলনের কারণে আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের নেতাকর্মীরা মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে তারা এখন রাজনীতিতে সক্রিয় হয়েছেন। এমনকি, সাধারন মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। সূত্র জানায়, বিএনপির সামনে এখন প্রধান লক্ষ্য দল গুছিয়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করা। এ জন্য যা যা করণীয় তাই এখন দলের নেতাকর্মীরা করবে। দীর্ঘদিন আন্দোলন করে ক্লান্ত নেতাকর্মীদের মনোবল এখন চাঙ্গা। তাই দলের যে কোনো কর্মসূচিতে এখন তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দল গোছানোর প্রক্রিয়া শুরু হওয়ায় বিএনপির অধিকাংশ নেতাকর্মী চায় উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে থাকা মেয়াদোত্তীর্ন কমিটিগুলোর পূর্ণ সংষ্কার করা। জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন বলেন, দীর্ঘ ১৬ বছর স্বেরাচার সরকারের নিয়ন্ত্রনে দেশ পরিচালিত হয়ে আসছিল। গনতন্ত্র হরনের মাধ্যমে সাধারন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বেরাচারী এ সরকারের পতনের মধ্য দিয়ে জুলুমের অবসান ঘটেছে। তাই আমরা গনতন্ত্র ফিরিয়ে এনে জনগনের ভোটাধিকারের মাধ্যমে নতুন সরকার গঠনের উদ্যোগ নিচ্ছি। জনগন যাকে দায়িত্ব দিবেন তারাই দেশ পরিচালনা করবেন। এজন্য নির্বাচনের প্রস্তুতিসহ মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক খোঁকন বলেন, আমাদের মনোবল শক্তই আছে। দেশের মানুষ আমাদের পক্ষে আছে, জনগণ এই সরকারকে ভোট দেয়নি। আমি মনে করি আমরা ব্যর্থ হইনি। সবাই যার যার জায়গা থেকে দল গোছাচ্ছে। আর শুধু ক্ষমতায় যাওয়াই আমাদের মূল লক্ষ্য নয়। আমরা আছি মানুষের ভালোবাসার দল হিসেবে। মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খাঁন বলেন, কষ্টের তো শেষ নেই। আমাদের শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যন্ত অসংখ্য নেতা-কর্মীর নামে শত শত মামলা দেওয়া হয়েছে। কারও কারও নামে রয়েছে মামলার খড়গ। এসব মামলায় জামিন পেলেও মাসজুড়ে হাজিরা দিতে হচ্ছে। আমাদের মহাসচিব বিভিন্ন সময় গণমাধ্যমকে বলেছেন, দলের অনেক নেতা-কর্মী নিরুপায় হয়ে রিকশা চালান। এতকিছুর পরও কেন্দ্র থেকে তৃণমূল, কোথাও দল ত্যাগ করার তেমন প্রবণতা দেখা যায়নি। এটি অত্যন্ত ইতিবাচক।
ই-
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯