ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ তথা সারাদেশেই আওয়ামীলীগ সমর্থিত অধিকাংশ নেতারাই আওয়ামীলীগের ক্ষমতা যুগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের বহু অপকর্ম দুর্নীতি চাঁদাবাজির মাধ্যমে রাজনীতিকে টাকা উপাজর্নের একটি মেশিনে পরিণত করেছিলেন। কিন্তু হঠাৎ আওয়ামীলীগের ক্ষমতাচ্যুত হওয়ার খবরে কেউবা দেশেই গাঁ ডাকা দিয়ে আছেন অথবা কেউ দেশত্যাগ করে আওয়ামীলীগের রাজনীতিকে ডেম কেয়ার দেখাচ্ছেন। যার কারণে আওয়ামীলীগের দলীয় পর্যায় থেকেও ঘুরে দাঁড়ানোর সাহসিকতা পাচ্ছে না। এদিকে নারায়ণগঞ্জের ক্ষেত্রেও একই চিত্র বিরাজ করছে। সূত্র বলছে, নারায়ণগঞ্জের সাবেক আওয়ামীলীগের সাংসদ থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতারা দেশ ব্যাপী ব্যাপক আলোচিত হলেও তাদের আলেচিত হওয়ার মূলে ছিল হত্যা, অত্যাচার নির্যাতন, দুর্নীতি, লুটপাট নানা অপকর্মের অভিযোগ। আর এসকল অপকর্মের সাথে রাজনীতিকে ব্যবহার করে টাকা উপার্জনের মেশিনে পরিণত করেছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের থেকে শুরু করে স্থানীয় সাংসদরা। তবে এসকল আওয়ামীলীগ নেতারা বর্তমানে সেই টাকার প্রভাবে আওয়ামীলীগের রাজনীতিকে আপাতত গুডবাই জানিয়ে ডেম কেয়ার মনোভাব নিয়ে অবৈধ টাকার সুখের সাগরে ভাসছেন। কেননা রূপগঞ্জ আসনের সাবেক সাংসদ গোলাম দস্তাগীর গাজী বর্তমানে কারাবরণ করছেন। অপরদিকে আড়াইহাজার আসনের সাবেক সাংসদ নজরুল ইসলাম বাবু নেতাকর্মীদের সাথে যোগাযোগের সকল পথ ছিন্ন করে সুইজারল্যান্ডে খুব আয়েশী জীবন যাপন করছেন এমন দৃশ্যই তার অবস্থান সম্পর্কে অবগত হওয়ার লক্ষ্যে জনসাধারণের উদ্দেশ্যে প্রকাশ করেছেন। কিন্তু আওয়ামীলীগ রাজনীতিতে বাবু অভিপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও বর্তমানে আওয়ামীলীগের রাজনীতিকে ডেম কেয়ার দেখাচ্ছেন। অপরদিকে সোনারগাঁ আসনের সাবেক সাংসদ কায়সার আওয়ামীলীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই লাপাত্তা। এছাড়া তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে সাংসদ হওয়ার পর থেকেই রাজনীতিকে টাকা উপার্জনের মেশিনে পরিণত করেছিলেন। কেননা তার টার্গেটই ছিল দুর্নীতে করে যেভাবেই হোক টাকা উপার্জন করে দেশের বাহিরে ঠাঁই নেয়া। যার কারণে আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একেবারেই লাপাত্তা আওয়ামীলীগের রাজনীতি নিয়ে তার কোন ব্যাথা নেই। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি শামীম ওসমান পারিবারিক ভাবেই রাজনীতিতে প্রতিষ্ঠিত হলেও তার নিজের পরিবারকে বানিয়েছেন রাজনীতিতে পুঁজি করে টাকা উপার্জনের মেশিন। এদিকে বছরজুড়েই বেফাঁস মন্তব্য বা সন্ত্রাসী কর্মকান্ড করে নানা অপকর্মের সাথে লিপ্ত থাকতেন তিনি। এছাড়া এদেশে রাজনীতিকে পুঁজি করে বহু অপকর্মের টাকাই দেশের বাহিরে পাঁচার করে। আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই টাকার প্রভাবে পরিবার নিয়ে ঘুড়ে ফিরে আয়েশী জীবন যাপনের নানা চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়ে নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। এদিকে শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসনমানের নেতৃত্বে নির্দেশনায় নারায়ণগঞ্জ জুড়ে একের পর এক সন্ত্রাসী নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে স্থান করিয়ে দিয়ে ব্যাপক অন্যায় অত্যাচার অপকর্মের মাধ্যমে টাকা উপার্জন করেছেন। এদিকে এসকল সন্ত্রাসীরাও ব্যাপক অর্থ বিত্তের মালিক বনে গেছেন শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমানের শেল্টারে মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জবরদখল, ঝুট সেক্টর নিয়ন্ত্রণ, ইন্টারনেট, ডিস ব্যবসা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে। এদিকে শামীম ওসমানের শেল্টারে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাজনু, জেলা যুবলীগ নেতা নিপু, তারা একক ভাবে টেন্ডারবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। এখানেই শেষ নয় বিভিন্ন মিল ইন্ডাষ্ট্রি, ঘাট নিয়ন্ত্রণ, করে পাহাড় সমান অর্থের মালিক বনে গেছেন। তবে গত ৫ই আগস্টের পর থেকে লাপাত্তা। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম নারায়ণগঞ্জের চিহ্নিত প্যালিটিক্যাল ক্রিমিনালদের মধ্যে অন্যতম ছিলেন তার মাধ্যমে শামীম ওসমান নানা অপকর্ম নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করেছেন। এরমধ্যে-মাদক, জুয়া, নারী, টেন্ডারবাজি, জবরদখল, এসকল কার্যক্রমের মূলে ছিল নিজাম। কিন্তু সেই নিজাম শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর অন্যতম ছিলেন। যার কারণে শামীম ওসমানের প্রভাবে সেও নানা হুক্কার দিলেও ৫ আগস্টের পর লাপাত্তা। এদিকে তার পুত্র অয়ন ওসমানের পালিত সন্ত্রাসীদের মধ্যে অন্যতম ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল। কারণ অয়নের নির্দেশে এই রিয়াদ-রাফেল নারায়ণগঞ্জে নানা সন্ত্রাসী কার্যকলাপ করে সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য জবরদখল ঝুট ব্যবসা ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ করে বনে গিয়েছেন কোটি কোটি টাকার মালিক। তবে বহু অপকর্ম করে আওয়ামীলীগ সরকারের পতনে নিজেদের সেইফ করতে মালোয়শিয়াতে ঠাঁই নিয়েছেন। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই আওয়ামীলীগের রাজনীতিতে তার বহু ত্যাগের কথা প্রচার করে আসলেও আওয়ামীলীগের কমিটি বাণিজ্যের নামে বহু টাকা হাতিয়ে নিয়ে এবং জেলা সভাপতি দাবি করে বহু টাকা হাতিয়ে নিয়ে এখন ৫ আগস্টের পর আওয়ামীলীগের রাজনীতিকে ডেম কেয়ার করে গাঁ ডাকা দিয়ে বসে আছেন। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল শামীম ওসমানের পছন্দে বরাবর জেলার নেতৃত্বে এসে নারায়ণগঞ্জ জুড়ে কমিটি বিক্রির মহোৎসব গড়ে তুলে আওয়ামীলীগের রাজনীতিকে পুঁজি করে বহু অর্থবিত্তের মালিক বনে গেছেন। তবে গত ৫ আগস্টের পূর্বে জুলাইয়ের আন্দোলন থেকেই লাপাত্তা ছিলেন আওয়ামীলীগের রাজনীতি থেকে বাদল। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার মাধ্যমে বহু দুর্নীতির সাথে তার জড়িত থাকার অভিযোগ উঠে। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা শামীম ওসমানের পছন্দে মহানগরের কমিটির নেতৃত্বে আসতেন। এছাড়া মহানগরের রাজনীতিতে কমিটি বাণিজ্য মহানগর এলাকায় নানা অপকর্মের সাথে লিপ্ত থাকতেন। এছাড়া কোর্ট এলাকায় আওয়ামীলীগের রাজনীতি তার নিয়ন্ত্রণে থাকায় বার নির্বাচনে পিস্তল উচিয়ে হামলা চালিয়েছিলেন। মূলত এসকল কারণেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ নেতারা রাজনীতিতে ফেরার সাহস হারিয়েছে।
ই-
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯