আজ শুক্রবার | ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১ | ৯ রজব ১৪৪৬ | সকাল ৭:৪৩

না’গঞ্জে নানা ভোগান্তিতে নগরবাসী

ডান্ডিবার্তা | ০৭ জানুয়ারি, ২০২৫ | ১১:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিগত ৫ আগস্ট স্বৈরাচারি আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে যানজট, হকারদের দখল ফুটপাত, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ যানবাহন বৃদ্ধি, ছিনতাইকারীদের দৌড়াত্ব সব মিলিয়ে এক হযবরল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জবাসীর জীবন। আওয়ামীলীগ সরকার পতনের পর শহরে সড়ক থেকে শুরু করে ফুটপাত, হাট, ঘাট-মাঠ কোথাও শৃঙ্খলা নেই। আইন-শৃঙ্খলাবাহিনীর শিথীলতার সুযোগে ছিনতাইকারীদের দৌড়াত্ব বেড়েছে বহুগুন। ব্যবসায়ী, মাছ-সবজি বিক্রেতা পথচারী ও সাধারন জনতা, ছাত্র, স্কুল শিক্ষক ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। বিভিন্ন দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দিনে দুপুরে শহরের ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বিগত বছরে ছিনতাইয়ের এমন একাধিক ঘটনায় বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকজনকে আটক করে উত্তম মধ্যম দিয়েছে এমন খবর প্রকাশিত হয়েছে। নগরবাসী বলছে, ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরে আইশৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয়তার নগরীর প্রধান প্রধান পয়েন্টে ছিনতাইয়ে নেমেছে কয়েকটি চক্র। আগে রাতে ছিনতাইয়ে নামলেও এখন দিন দুপুরে বেরিয়ে পড়ছে ছিনতাইকারী চক্রটি। প্রতিদিন তাদের শিকারে পরিণত হচ্ছেন সাধারন মানুষ। থানায় অভিযোগ করেও প্রতিকার মিলছেনা। শৃঙ্খলা আনতে শুরুতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহরের কোনো ইজিবাইক প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। কিন্তু পরে তা আর দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে নাসিক থেকে শুরু হয় যৌথ অভিযান। অভিযান চলাকালে শহরে কিছুটা শৃঙ্খলা থাকলেও অভিযানের পর আবারও একই অবস্থা হয়ে যায়। নারায়ণগঞ্জ শহরের ফুটপাত গুলোতে হকারদের দৌরাত্ম্য কঠিন রূপ ধারণ করেছে। এতে করে নগরবাসী ক্রমশই ত্যাক্ত বিরক্ত হয়ে উঠছেন। বর্তমানে শহরের অবৈধ যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ার পাশাপাশি হকারদের দৌরাত্ব এমন বেড়েছে হকারদের দখলেই রয়েছে পুরো শহরের জনগণের জন্য চলাচলের ফুটপাত। এ নিয়ে প্রশাসন এখনো পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এর ফলে ক্রমশঃ শহরের বিশৃঙ্খলা বাড়ছেই। বিগত আওয়ামীলীগ সরকারের সময় রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান এই শহরে হকারদের প্রতিষ্ঠিত করে গেছেন। তবে এখন কার স্বার্থে কয়েকলাখ নগরবাসীকে কষ্ট দিয়ে ফুটপাত দখল করে হকারদের বসতে দেয়া হচ্ছে এমন প্রশ্ন নগরবাসীর। হকার সমস্যার সাথে বর্তমানে মরার উপর খাঁড়ার ঘা এর মত সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কার কাজের জন্য নগরীতে চলার পথ ফুটপাত দিয়ে হাটা যায় না। আর এরমধ্যেই হকাররা বেপরোয়া ভাবে ফুটপাত দখল করে রাখায় হাঁটা তো দূরের কথা পা ফেলাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চাষাড়া থেকে নগর ভবন পর্যন্ত ড্রেন নির্মাণ কাজ চলায়, সেই সাথে কালীরবাজার ও দুই নং রেলগেট সহ প্রায় পুরো শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত ও সড়ক নগরবাসর জন্য একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পরেছে বলে অভিযোগ নগরবাসীর। সরেজমিনে শহর ঘুরে দেখা যায়, চাষাড়া থেকে মন্ডলপাড়া পুল, অন্যদিকে, ১নং রেল গেইট এলাকা হইতে কালীরবাজার ব্যাংকের মোড় পর্যন্ত সড়কটি সকাল থেকে রাত পর্যন্ত যানজটের কবলে পরে থাকে। শহরে বিভিন্ন কাজে চলাচলরত সাধারন মানুষজন যানজটের কারণে পায়ে হেঁটে গন্তব্যে ছুটলেও ফুটপাত হকারদের দখলে থাকায় চরম ভোগান্তিতে পরছেন নাগরিকরা। চাষাড়া শহীদ মিনার থেকে নারায়ণগঞ্জ ক্লাব পর্যন্ত ফুটপাতের দুইদিকেই হকার। এমনকি অনেক হকার মুল সড়কের উপর দোকানের পসরা সাজিয়ে বসেছেন। অন্যদিকে শহরের প্রধান সড়কের পাশে গড়ে উঠা মার্কেট ও বিপনী বিতান গুলোতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও একেবারেই নেই। রাস্তার পাশে বিশাল মার্কেট নির্মাণ করা হলেও সেগুলোতে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখা হয়নি। আর যেসকল মার্কেটগুলোর নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেগুলোতে পার্কিংয়ের জায়গায় দোকান, শো-রুম, রেস্টুরেন্ট ভাড়া দেয়া হয়েছে। ফলে শহরের প্রধান সড়কে দীর্ঘ সময় ধরে গাড়িপার্কিং করে রাখে অসংখ্য প্রাইভেটকার, বাইক। সড়কে চলাচলরত গাড়িগুলো পর্যাপ্ত জায়গা না পেয়ে আটকে থাকে দীর্ঘসময় ধরে। এমনিতেই নেই গাড়ি পার্কিংয়ের যায়গা তার উপরে শহর জুড়েই রয়েছে অবৈধ স্ট্যান্ডের ছড়াছড়ি। যত্রতত্র গড়ে তোলা হয়েছে অবৈধ স্ট্যান্ড। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক শহরে বৈধ ইজারা দেয়া স্ট্যান্ড রয়েছে মাত্র ৫টি। এছাড়া বাকি যত স্ট্যান্ড রয়েছে সবগুলোই অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে। শহরের প্রাণকেন্দ্র চাষাড়াতেই রয়েছে কমপক্ষে ৮টি অবৈধ স্ট্যান্ড। গেল বছরে দেখা গেেেছ সড়কে শৃঙ্খলা ফেরাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন যৌথ বাহিনীর সহায়তায় বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছে। অভিযানে জরিমানা থেকে শুরু করে অনেককে শাস্তি দেয়া হয়েছে এবং যানবাহন জব্দও করা হয়েছে। তবে সেই অভিযানের সুফল খুব বেশি সময় ভোগ করতে পারেনি নগরবাসী। কারণ যৌথ বাহিনী ও সিটি কর্পোরেশনের লোকজন চলে যাওয়ার সাথে সাথে আবারও হকারদের দখল ও যানজটে পতিত হয়েছে শহর।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১০
  • ১৫:৫৩
  • ১৭:৩৩
  • ১৮:৫১
  • ৬:৪৩
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা