ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী এলাকায় ১০টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ১৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ উপস্থিত ছিলেন এবং সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখা এবং জরিমানা আদায়ের পাশাপাশি একটি ইটভাটার কিলন আংশিক ভেঙে ফেলা হয়। অভিযানে নিউ ন্যাশনাল ব্রিকস-১ কে ১ লক্ষ টাকা, নিউ ন্যাশনাল ব্রিকস-২ কে ১ লক্ষ টাকা, মেসার্স তাজ ব্রিকস ম্যানুফেকচারিং কে ১ লক্ষ টাকা, মেসার্স নজরুল ব্রিকসকে ২ লক্ষ টাকা, মেসার্স খাদিজা ব্রিকসকে ২ লক্ষ টাকা, মেসার্স নিজাম ব্রিকসকে ১ লক্ষ টাকা, মেসার্স বিছমিল্লাহ ব্রিকসকে ২ লক্ষ টাকা, সান ব্রিকসকে ২ লক্ষ টাকা, মেসার্স এ এস বি ব্রিকসকে ২ লক্ষ টাকা, মেসার্স বোখারী ব্রিকসকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মেসার্স নজরুল ব্রিকস এর কিলন আংশিক ভেঙে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অভিযানটি পরিচালিত হয়। প্রতিটি ভাটাকে কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা এবং বায়ুদূষণকারী প্রকল্পের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ই
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯