ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের মেঘনা অয়েল লিমিটেড দখল নিতে কতিথ শ্রমিকদল নেতা আসলাম ও সরকার পতনের পর পালিয়ে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতির সন্ত্রাসী তেলচোর আশরাফ ও পানি আক্তারের সন্ত্রাসী বাহিনীর অস্ত্রের মহড়ায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।আওয়ামীলীগের পুরনো সন্ত্রাসী বাহিনী দিয়ে আসলাম নাসিক ৬নং ওয়ার্ডের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দখলে নেয়ার পায়তারা করছেন। এরইমধ্যে আদমজী ইপিজেড থেকে শুরু করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, সাতঘোড়া সিমেন্ট ফ্যাক্টরি, ওরিয়ন ঔষধ কোম্পানি, রেডিমিক্স সিমেন্ট দখল করা নিয়ে বিএনপির কয়েকটি গ্রæপ ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গত ৫ আগস্ট কোটাবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালানোর সাথে সাথে সিদ্ধিরগঞ্জের যুবলীগের সভাপতি ও নাসিক কাউন্সিলর মতি ও তার লালিত সন্ত্রাসী তেলচোর আশরাফ এবং সন্ত্রাসী পানি আক্তার পালিয়ে গেলে বেদখল হয়ে যায় এসব প্রতিষ্ঠান। পরে ৬ আগস্ট অত্র এলাকার কতিথ শ্রমিকদল নেতা আসলাম সন্ত্রাসী বাহিনী দিয়ে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড জোরপূর্বক দখলে নিয়ে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন- ১৭৫৩ নামে পুনরায় চাদাঁবাজি শুরু করলে ট্যাংকলরী শ্রমিক ও এলাকার সাধারন মানুষ গত ১১ আগস্ট রবিবার তা বন্ধ করে দেয়। গত কয়েকদিনে প্রায় ১ লাখ ৪৩ হাজার টাকা চাঁদা তুলে নেয় আসলাম। আওয়ামীলীগের সন্ত্রাসীরা এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আসলাম তার সন্ত্রাসী দিয়ে এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও চাদাঁবাজির সেক্টরও নিয়ন্ত্রন নিতে বিভিন্ন পায়তারা ও হুমকি দামকি দিয়ে যাচ্ছেন। নাসিক ৬নং ওয়ার্ডে চলছে কতিথ শ্রমিকদল নেতা আসলাম ও তার সন্ত্রাসী বাহিনীর দেশীয় অস্ত্রের মহড়া। ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় তেলচোর আশরাফ, সন্ত্রাসী পানি আকতার ও আসলামের ভাই শিপন এবং রিপনের এলাকাজুড়ে সন্ত্রাসী মহড়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। এলাকাবাসী জানায়, কতিথ শ্রমিকদল নেতা সন্ত্রাসী আসলাম ৬নং ওয়ার্ডের শিল্প প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা দখল করে চাদাঁবাজি শুরু করলে আমরা এলাকাবাসী গত রবিবার তা বন্ধ করে দেই কিন্তু আসলাম পুনরায় দখল নিতে তৎকালীন আওয়ামীলীগের সন্ত্রাসী তেলচোর আশরাফ ও পানি আক্তারের সাথে যোগাযোগ করে তাদের নিয়ে পুনরায় দখল নিতে নিয়মিত এলাকায় দেশীয় অস্ত্রের মহড়া দিচ্ছে যার ফলে এলাকার সাধারন মানুষ ও ট্যাংকলরী শ্রমিকরা ভয়ে দিন কাটাচ্ছে। এলাকাবাসী আশঙ্কা করছে আসছে রবিবার আসলাম পুনরায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড জোরপুর্বক দখল নিতে পারে এজন্য এলাকায় যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এলাকাবাসী অবিলম্বে কতিথ শ্রমিকদল নেতা আসলাম ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সেনাবাহিনীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ই-
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯