আজ বুধবার | ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১ | ৭ রজব ১৪৪৬ | বিকাল ৫:৩৬
শিরোনাম:
ফরচুন বরিশালের চার ম্যাচে দলটির তৃতীয় জয় পয়েন্ট টেবিলের দুইয়ে    ♦     সাব্বির আলম হত্যা মামলায় জাকির খান বেকসুর খালাস    ♦     আদালতপাড়ায় অতিত্ব সংকটে আওয়ামী পন্থিরা    ♦     লন্ডনে চিকিৎসা নিতে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া    ♦     শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল    ♦     শামীম ওসমানের নির্দেশে জাকির খানের বিরুদ্ধে মিথ্যা মামলা    ♦     রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি    ♦     সিদ্ধিরগঞ্জ ঘুষ বানিজ্যের অভিযোগে ডিপিডিসি’র দুই প্রকৌশলী প্রত্যাহার    ♦     আড়াইহাজারে সিপিবি’র শীতবস্ত্র বিতরণ’    ♦     দিগুবাবুর বাজারে ব্যবসাীয় কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত    ♦    

শাওন হত্যা মামলায় ডিবির সাবেক এসআই কনক ৫দিনের রিমান্ডে

ডান্ডিবার্তা | ০৭ জানুয়ারি, ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনককে ৫দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার বেলা সারে ১১টার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সকাল ১১টায় গ্রেফতারকৃতকে আদালতে উপস্থিত করানো হলে ৭দিনের রিমান্ড চায় বাদী পক্ষ। এই বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা যখন আনন্দ মিছিল নিয়ে মাঠে নেমেছিলাম, তখন তৎকালিন এসপি রাসেলের নির্দেশে আমাদের উপর ঝাপিয়ে পরে। নির্বিচারে গুলি করে। আজ ডিবির সাবেক এসআই কনককে ৫দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই কনকের গুলিতে সেই দিন আমাদের শাওন মৃত্যুবরণ করে। এই শাওন হত্যার বিচার অবশ্যই হতে হবে। আমরা চাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই শাওন হত্যার সর্বচ্চ বিচার হতে হবে। আমরা ৭দিনের রিমান্ড চেয়েছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও এই মামলায় অন্তুরভুক্ত করার দাবি জানাই। তৎতকালিন এসপি রাসেলের নেতৃত্বে এই কনক সেইদিন গুলি করে। আমরা এর সর্বচ্চ শাস্তির দাবি জানাই। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঢাকা বিমানবন্দরে নিজ কর্মস্থল থেকে এসআই কনককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, শাওন হত্যার ঘটনায় গত বছরের ২১ অক্টোবর মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই ফরহাদ প্রধান। সেই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ (এমপি) ৫২ জনকে। জানা গেছে, ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র‍্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের নেতা শাওন নিহত হন। এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখা গেছে বলে অভিযোগ করেছিলেন। গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল। এরপর কনককে ক্লোজড করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা