আজ বুধবার | ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১ | ৭ রজব ১৪৪৬ | দুপুর ১২:০৫
শিরোনাম:
ফরচুন বরিশালের চার ম্যাচে দলটির তৃতীয় জয় পয়েন্ট টেবিলের দুইয়ে    ♦     সাব্বির আলম হত্যা মামলায় জাকির খান বেকসুর খালাস    ♦     আদালতপাড়ায় অতিত্ব সংকটে আওয়ামী পন্থিরা    ♦     লন্ডনে চিকিৎসা নিতে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া    ♦     শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল    ♦     শামীম ওসমানের নির্দেশে জাকির খানের বিরুদ্ধে মিথ্যা মামলা    ♦     রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি    ♦     সিদ্ধিরগঞ্জ ঘুষ বানিজ্যের অভিযোগে ডিপিডিসি’র দুই প্রকৌশলী প্রত্যাহার    ♦     আড়াইহাজারে সিপিবি’র শীতবস্ত্র বিতরণ’    ♦     দিগুবাবুর বাজারে ব্যবসাীয় কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত    ♦    

আ’লীগের অবৈধ সেক্টর বিএনপির কব্জায়!

ডান্ডিবার্তা | ০৮ জানুয়ারি, ২০২৫ | ১০:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই আগষ্টের আন্দোলনে স্বেরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে নারায়নগঞ্জের বিএনপির কিছু কতিপয় নেতার ভাগ্যের ধোয়ার খোলে গেছে। স্বেরাচার হাসিনা সরকারের পতনের পর পর আওয়ামী দোসরদের দখলে থাকা বিভিন্ন সেক্টর নারায়ণগঞ্জ বিএনপির কিছু বিতর্কিত নেতৃবৃন্দ সকল সেক্টর তাদের দখলে নিয়ে নেন। বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার, মামলা করেও বিএনপি নেতাকর্মীর একাংশকে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের মতো অপকর্ম থেকে ফেরানো যাচ্ছে না। বিএনপির কিছু নেতাকে ইঙ্গিত করে বিএনপির অপর একটি অংশ বিভিন্ন সভা সমাবেশে চাঁদাবাজিসহ নানা অপকর্মের কথা বললেও কাউকে ধরছে না পুলিশ। শাস্তির ক্ষেত্রে বিএনপিতেও দেখা যাচ্ছে দ্বৈতনীতি। তৃণমূলের নেতাদের অভিযোগ পাওয়ামাত্র সাজা দিলেও প্রভাবশালী অনেকের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে দলীয় কোন্দলে নেতারা একে অপরকে অপকর্মের অপবাদ দিচ্ছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নারায়ণগঞ্জে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের অসংখ্য অভিযোগ আসে। ভাবমূর্তি রক্ষায় কঠোর হয় বিএনপি। এমনকি বিতর্কিত কর্মকান্ডরোধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার হুঁশিয়ারিও দেন। তবে, বিএনপির একাধিক নেতার দাবি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতোই বিএনপিকে চাঁদাবাজ, দখলদারের দল হিসেবে দেখাতে অতিরঞ্জিত প্রচারণা চলছে। নির্বাচনে সুবিধা পেতে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মী, অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সামাজিক মাধ্যমে তা চালাচ্ছেন। বিএনপি নেতাদের প্রশ্ন, কতৃপক্ষ চাঁদাবাজের পরিচয় জানলে ধরছে না কেন? তবে এ বিষয়ে নাম প্রকাশ করে কেউ বক্তব্য দেয়নি। বহিষ্কার ও মামলা করলেও নেতাদের কেন ধরা হচ্ছে না– প্রশ্নে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বলেন, অপকর্মে জড়িত কারও দল দেখা হচ্ছে না। মামলা থাকলে পুলিশ গ্রেপ্তার করছে। কিছু সুনির্দিষ্ট অভিযোগে মামলার আগেই ধরা হচ্ছে। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এ তথ্য নেই বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, নেতাকর্মীর বিরুদ্ধে অপকর্মের অভিযোগ অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত। তবে যেসব ঘটনায় সত্যতা পাওয়া গেছে, শাস্তি হয়েছে। নেতাকর্মী ১৭ বছরের নির্যাতনের ক্ষোভ থেকে অনেকে ঘটনা ঘটিয়েছে। এ ক্ষেত্রেও ছাড় দেয়নি বিএনপি। অপরদিকে, বিএনপির নেতাকর্মীরা জানান, দখল ও চাঁদাবাজির মামলা হলেও দলে যারা প্রভাবশালী, তাদের শাস্তি হয়নি। অভিযোগ আসার পর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে তাদেরকে শাস্তি দেয়া হয়েছে। জেলা বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তিনি বলেন, আমার এলাকায় পদধারী নেতারা, কেউ ঝুঁট সেক্টর, কেউ পরিবহন সেক্টর, কেউ জমি দখল, মামলা বাণিজ্য করে। কারও বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে কেন্দ্র থেকে। কেউ কেউ আবার অতি আশীর্বাদপুষ্ট, তাদের কিছুই হচ্ছে না। নেতাকর্মীরাও দ্বিধান্বিত, কেন্দ্র যা বলে তা কি সিরিয়াসলি বলে? এছাড়াও কোন্দলেও নেতারা একে অপরকে অপকর্মের অপবাদ দিয়ে ঘায়েলের চেষ্টা করছেন। তাই আগে ঢালাও ব্যবস্থা নেওয়া হলেও এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহানগর বিএনপির আহŸায়ক এড.সাখাওয়াত হোসেন খাঁন বলেন, আমরা বিতর্কিতদের বিরুদ্ধে আমরা হার্ডলাইনে রয়েছি। যারাই অপকর্ম করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি ভবিষ্যতেও নিব।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা