ডান্ডিবার্তা রিপোর্ট
বিগত আওয়ামী লীগের ষোল বছর ফতুল্লায় কাঙ্খিত কোন উন্নয়ন হয়নি। মূলত উন্নয়নের মুলা ঝুলিয়ে ফতুল্লাবাসীকে ঘুমের মধ্যে রেখেছিলেন আওয়ামী লীগের সাবেক দুই এমপি। তবে ফতুল্লাবাসীকে কিছু না দিলেও ফতুল্লা থেকে নিতে ভুল করেনি সাবেক এমপিদ্বয় এবং তার অনুসারিরা। শিল্পঅধ্যুষিত এলাকায় হচ্ছে ফতুল্লা। এই অঞ্চলে কয়েক লক্ষ শ্রমিক শিল্প কারখানায় কর্মরত। রয়েছে কোশিয়ারি, ডাইংসহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। এখান থেকে সরকার হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। এই ফতুল্লায় প্রায় বিশ শাখ মানুষের বসবাস। জনবহুল এলাকা হওয়া সত্তে¡ও এই এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর এই এলাকার উন্নয়ন না করেছে প্রায়ত সাংসদ কবরী, না শামীম ওসমান। অথছ সুবিধা নিতে চুল পরিমান ভুল করেনি কবরী, শামীম ওসমান ও তাদের অনুসারিরা। উন্নয়ন থেকে পিছিয়ে থাকার পেছনে আওয়ামী লীগের সাবেক দুই এমপিকে দায়ি মনে করছেন ফতুল্লাবাসী। শিল্প সমৃদ্ধ এই এলাকাকে উন্নয়নে কেউ এগিয়ে আসেনি। সবাই ভোটের রাজনীতি করেছে, কিন্তু উন্নয়নের রাজনীতি কেউ করেনি। কেউ উন্নয়নের কথা বলতে গেলেও তার সঙ্গে বিরোধে জড়িয়ে পরতেন কবরী, শামীম ওসমান। তাদের দু’জনের বাঁধার কারণে ফতুল্লা থেকে উন্নয়নে পিছিয়ে থাকা অনেক এলাকা এগিয়ে রয়েছে। আলোকিত হয়েছে জালকুড়ির মতো অনুন্নত এলাকাও। ফতুল্লাবাসীর দাবি, আগামী দিনে যে এ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হবেন, সে যেন ফতুল্লার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। সূত্রমতে, নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ থানা হচ্ছে ফতুল্লা। গুরুত্বের দিক দিয়ে এ থানা জেলার শীর্ষে থাকলেও উন্নয়নের দিক দিয়ে এ থানা সব থানা এলাকা থেকে অনেক পেছনে রয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলখানা, জেলা সাবরেজিস্ট্রি অফিসসহ সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এ থানা এলাকায় রয়েছে। তবুও উন্নয়নে পিছিয়ে ফতুল্লা। যোগাযোগ থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্রে কোন অবদান রাখেনি আওয়ামী লীগের সাবেক দুই এমপি। তবে কিছু রাস্তা করলেও তা অপরিকল্পিত। রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা রাখেনি। ফরে সামান্য বৃষ্টিতে সড়কগুলো তলিয়ে ভোগান্তির সৃষ্টি করে। বছরের পর বছর ধরে শিল্পকারখানার শ্রমিকরা নানা সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে। যাতায়াতের ব্যবস্থা থেকে শুরু করে জীবনমানে পিছিয়ে রয়েছে শ্রমিকরা। এদিকে ফতুল্লার উন্নয়নের দায়িত্ব শামীম ওসমান তার নিজের হাতে রাখলেও তিনি আসলে জানতেন না ফতুল্লার কোথায় কি সমস্যা রয়েছে। বর্ষায় ফতুল্লাবাসী সীমাহীন যন্ত্রনার মধ্য পার করছে। ফতুল্লার লালপুর এলাকায় এখনো পানির নিচে। গত কয়েকদিনের টানা বর্ষণে এই এলাকায় কোমর, হাটু সমান পানি জমেছে। চলাচলের সড়ক দিয়ে রিকশার বদলে চলছে নৌকা,ভ্যান। ময়লা, দুর্গন্ধযুক্ত পানি রাস্তা ছাপিয়ে মানুষের বসবাড়ীতে প্রবেশ করেছে। চরম ভোগান্তির মধ্যে দিন পার করছে এলাকাবাসী। শুধু ফতুল্লায় নয়, বৃষ্টির পানি তলিয়ে গেছে কুতুবপুরের অধিকাংশ এলাকা। পানির নিচে রয়েছে সিদ্ধিরগঞ্জের নিন্মাঞ্চলও। এনায়েত নগর এবং কাশীপুরেরও বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে ডুবে আছে। ফলে এসব এলাকায় বসবাসকারী সাধারন মানুষকে সীমাহীন দূর্ভোগের মাঝে জীবনযাপন করতে হচ্ছে। ফতুল্লার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখাগেছে, বেশীরভাগ এলকায় রাস্তা করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা ছাড়া। রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়ক তলিয়ে যায়। পানি যাওয়ার ব্যবস্থা না থাকায় বৃষ্টিা পানি সড়ক এবং দুইপাশের স্থাপনা খুব সহজেই প্রবেশ করে। এসব চিত্র দেখেই বুঝা যায় পুরো ফতুল্লা অপরিকল্পিত ভাবে গড়ে তোলা হয়েছে। ফলে বছরের পর বছর এ অঞ্চলের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ফতুল্লাকে একাধিকবার সিটি করপোরেশন ভূক্ত করতে গিয়েও ব্যর্থ হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াত আইভী। শামীম ওসমান তার কর্তৃত্ব ধরে রাখতে গিয়ে ফতুল্লাকে সিটি করপোরেশন ভূক্ত করতে দেয়নি। যার ফল ভোগ করতে ফতুল্লার প্রায় বিশ লাখ মানুষ। তবে আগামী দিনগুলোতে যে জনপ্রতিনিধি হবে, সে যেন ফতুল্লার উন্নয়নে অবদান রাখেন এমন প্রত্যাশা ফতুল্লাবাসীর।
ই-
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯