ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।রাতের আঁধারে গুলি করার ঘটনায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১ দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও লাভরাপাড়া এলাকায় ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ’র বাড়িতে এ গুলির ঘটনা ঘটে।মাসুম বিল্লাহ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন। মাসুম বিল্লাহ জানান, গত ৫ আগষ্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়তে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হই। তাই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল করেন।পরে আমরা জানতে পারি স্থানীয় মাদক ব্যবসায়ী সন্ত্রাসী শাহিন ও তাঁর বাহিনী এলাকায় আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র নিয়ে এলাকাবাসীর উপরে হামলা প্রস্তুতি নিচ্ছে।পরে আমরা এলাকাবাসী একত্রিত হয়ে তাদের প্রতিহত করি এবং ঘঠনাস্থাল থেকে বিপুল পরিমান দেশি অস্ত্রসহ শাহিনের সহযোগী শুরু মিয়াকে আকট করে পুলিশের হাতে তুলে দেই। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা গতকাল রাতে সাড়ে ১১ টার দিকে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে গুলি করেছে বলে আমি প্রাথমিক ভাবে ধারণা করছি। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘঠনাস্থাল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯