আজ বুধবার | ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১ | ৭ রজব ১৪৪৬ | সকাল ১১:৫৭
শিরোনাম:
ফরচুন বরিশালের চার ম্যাচে দলটির তৃতীয় জয় পয়েন্ট টেবিলের দুইয়ে    ♦     সাব্বির আলম হত্যা মামলায় জাকির খান বেকসুর খালাস    ♦     আদালতপাড়ায় অতিত্ব সংকটে আওয়ামী পন্থিরা    ♦     লন্ডনে চিকিৎসা নিতে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া    ♦     শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল    ♦     শামীম ওসমানের নির্দেশে জাকির খানের বিরুদ্ধে মিথ্যা মামলা    ♦     রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি    ♦     সিদ্ধিরগঞ্জ ঘুষ বানিজ্যের অভিযোগে ডিপিডিসি’র দুই প্রকৌশলী প্রত্যাহার    ♦     আড়াইহাজারে সিপিবি’র শীতবস্ত্র বিতরণ’    ♦     দিগুবাবুর বাজারে ব্যবসাীয় কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত    ♦    

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি

ডান্ডিবার্তা | ০৮ জানুয়ারি, ২০২৫ | ১১:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পুলিশ পরিচয় দিয়ে দুই প্রবাসীর গাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রবাসী ও তার পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪নং ব্রিজের কাদিরারটেক ও লেংটার মাজার এলাকায় পৃথক ডাকাতির ঘটনা ঘটে। রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার ইজ্জত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী ভুক্তভোগী আমজাদ হোসেন জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পড়ে স্ত্রী ফাহিম আখতার ও বাবা ইজ্জত আলীকে নিয়ে একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ি পুবেরগায়ের উদ্দেশ্যে রওনা হন। ভোর সোয়া ৫টার দিকে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪ নং ব্রিজের কাদিরারটেক এলাকায় আসা মাত্র একটি সাদা মাইক্রোবাস যোগে একদল ডাকাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী আমজাদ হোসেনের গাড়িটিকে গতিরোধ করে। পরে আমজাদ হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে এবং গাড়িতে থাকা অন্যান্য সদস্যদের অস্ত্র মুখে জিম্মি করে ফেলে। এ সময় গাড়ি চালক রিফাত নিয়ে কে বেধড়ক মারপিট করা হয়। পরে সঙ্গে থাকা মোবাইল সেট, স্বর্ণের হার, চেইন, কানের দুল, নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে এর মাইক্রোবাসি করে পালিয়ে যায়। অপরদিকে, মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাদুনাথপুর এলাকার আব্দুল হান্নান এর ছেলে দুবাই প্রবাসী ভুক্তভোগী আব্দুল কাদির জানান, তিনিও ভোরে দুবাই থেকে হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে ছোট ভাই ফয়েজ মিয়া ও ছোট ভাইয়ের বন্ধু রুহুল আমিনকে নিয়ে একটি মাইক্রোবাস যোগে নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল কাদির। একই কায়দায় উপশহরের ৩০০ ফুট সড়কের লেংটার মাজার এলাকায় এসে পৌঁছালে সিলভার কালার একটি মাইক্রোবার যোগে এসে পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত প্রবাসী আবদুল হান্নানের মাইক্রোবাসটি গতিরোধ করে। পরে তাদের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণলঙ্কার, নগদ টাকা, মোবাইল সেট, মালামাল ভর্তি লাগেজসহ প্রায় ৪ লাখ ৭৮ হাজার টাকা লুটে নেয়। পরে তাদেরকে ফেলে রেখে ডাকাত দল কাঞ্চন ব্রিজ এলাকার দিকে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পূর্বাচল পুলিশ ফাঁড়ির থাকলেও ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম তেমন কোন দায়িত্ব পালন না করায় এ এলাকায় চুরি-ডাকাতি, হত্যা, ছিনতাইসহ নানা অপরাধ মূলক ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা