আজ শুক্রবার | ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১ | ৯ রজব ১৪৪৬ | দুপুর ১:৪৩

নির্বাচনী মাঠ গুছাচ্ছে বিএনপি

ডান্ডিবার্তা | ০৯ জানুয়ারি, ২০২৫ | ১০:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ১৭ সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে হামলা মামলার পরও ধমাতে পারেনি বিএনপির নেতৃবৃন্দকে। জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকে সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে রাজপথে নিজেদের অস্তিত্বের জাগান দিয়ে আসছিলেন তারা। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে একাগ্রতা প্রকাশ করে স্বেরাচারী সরকারের পতনের মাধ্যমে আবারো উজ্জীবিত উয়ে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। দেশের গণতন্ত্র রক্ষার্থে এখনো ছাত্রদের সাথেই রাজপথে অবস্থান করে আসছে দলটি। সূত্রমতে, প্রায় ১৭ বছর ধরে ক্ষমতার বাহিরে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। এসময় সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের বিএনপি নেতা কর্মীরাও দমন নীপিড়ন-হামলা-মামলার শিকার হয়ে দুর্বিসহ জীবন অতিবাহিত করেছেন। বিশেষ করে বছরের পর বছর ক্ষমতার বাইরে থেকে নানা সংকটে পড়ে কারও কারও মধ্যে ভর করেছে হতাশা। তাদের কেউ কেউ কিছুটা নিস্ক্রিয়ও হয়ে পড়ছেন। দলের নির্দেশনার বাইরে গিয়ে কিছু নেতা ইউনিয়ন ও উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিয়েছেন, যা ভালোভাবে নেননি দলের নীতিনির্ধারকরা। এমন পরিস্থিতিতে নেতা-কর্মীদের আবার মাঠে ফেরাতে ও উজ্জীবিত করতে মনোযোগী নারায়ণগঞ্জ বিএনপির হাইকমান্ড। নেতা-কর্মীদের চাঙা করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত আন্দোলনে রাজপথের যোদ্ধাদের নেতৃত্বে আনা, দলের জন্য সর্বস্ব হারানোদের মনস্তাত্তি¡কভাবে চাঙা ও উদ্বুদ্ধ করতে কারামুক্তদের সংবর্ধনা, উপজেলা গুলোতে সফরের মধ্য দিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের সুবিধা-অসুবিধার খোঁজ নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। লক্ষ্য দ্রæততম সময়ের মধ্যে সবাইকে নিয়ে আবার রাজপথে নামা। এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন বলেন, বিএনপির নেতা-কর্মীদের মনোবল ঠিকই আছে। তারা আবার মাঠে নামবেন। সময় হলেই তারা সবাই একযোগে রাজপথে নিজেদের উজাড় করে দেবেন। বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘আমাদের নানা ধরনের কর্মসূচি চলমান আছে। বিএনপির নেতা-কর্মীরাও সক্রিয় আছেন। আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। যদিও তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মী আক্ষেপ করে বলেন, টানা তিনবার সরকার পতনের আন্দোলনে বেশ সাড়া জাগিয়েও শেষ পর্যন্ত সফল হতে পারেনি দল। এ জন্য সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি নিজেদের সাংগঠনিক ব্যর্থতাকেও অন্যতম কারণ হিসেবে দেখছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। তাদের মতে, আত্মগোপনে থেকে কর্মসূচি সফলের নামে গা না বাঁচিয়ে দলের সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে সরকারের পক্ষে নির্বাচন করা এত সহজ হতো না। বিশেষ করে নির্বাচনের আগে হরতাল-অবরোধের সময় রাজপথে নামেননি অনেক বড় বড় পদধারী নেতা। যদিও বছরজুড়ে অসংখ্য সফল কর্মসূচি পালন করেছিল দলটি। সব ভুলভ্রান্তি আর ব্যর্থতা পেছনে ফেলে টার্গেটে পৌঁছাতে চান তারা। মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খাঁন বলেন, ‘বহু বছর ধরে মানবেতর জীবনযাপন করছি। শুধু নিজে নই, পুরো পরিবার ভুক্তভোগী। সারা বছর মাঠে থাকি। সন্তানরা ভয়ে থাকে কখন বাবাকে হারায়, বিশেষ করে আন্দোলনের সময় খুব ভয় পায়। হাজারো নির্যাতনের পরও হাল ছেড়ে দেইনি। দলীয় স্বার্থে রাজপথে ছিলাম। দলের জন্য সব স্বার্থ ত্যাগ করেছি। অনিশ্চিত জীবন বেছে নিয়েছি। তার পরও সর্বশেষে বলব সামনে ভালো দিন আসছে। এখন হারানোর আর কিছু নেই। বরং রাজপথে থেকেই ভোটাধিকার, মানবাধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনব। এ জন্য রক্ত দিতেও পিছপা হব না। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন, প্রকৃত কর্মী কারোরই মন ভাঙেনি। সবাই এখনো দলের কার্যক্রমে ওতপ্রোতভাবে জড়িত। যতই ঝড়-ঝাপটা, মামলা-হামলা আসুক আমাদের ভয় নেই। প্রতিনিয়ত এসব মোকাবিলা করেই চলছি’ ভবিষ্যতেও তাই করব। যত দিন লাগবে আমরা মাঠে থেকেই এই সরকারের পতন ঘটাব। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, আমাদের মনোবল শক্তই আছে। দেশের মানুষ আমাদের পক্ষে আছে, জনগণ এই সরকারকে ভোট দেয়নি। আমি মনে করি আমরা ব্যর্থ হইনি। সবাই যার যার জায়গা থেকে দল গোছাচ্ছে। আর শুধু ক্ষমতায় যাওয়াই আমাদের মূল লক্ষ্য নয়। আমরা আছি মানুষের ভালোবাসার দল হিসেবে। ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী বলেন, কষ্টের তো শেষ নেই। আমাদের শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যন্ত অসংখ্য নেতা-কর্মীর নামে শত শত মামলা দেওয়া হয়েছে। কারও কারও নামে ৩০-৪০ মামলার খড়্‌গ। এসব মামলায় জামিন পেলেও মাসজুড়ে হাজিরা দিতে হচ্ছে। আমাদের মহাসচিব বিভিন্ন সময় গণমাধ্যমকে বলেছেন, দলের অনেক নেতা-কর্মী নিরুপায় হয়ে রিকশা চালান। এতকিছুর পরও কেন্দ্র থেকে তৃণমূল, কোথাও দল ত্যাগ করার তেমন প্রবণতা দেখা যায়নি। এটি অত্যন্ত ইতিবাচক।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১০
  • ১৫:৫৩
  • ১৭:৩৩
  • ১৮:৫১
  • ৬:৪৩
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা