আজ বৃহস্পতিবার | ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১ | ৮ রজব ১৪৪৬ | সকাল ১১:৩৫

আত্মগোপনে থেকেও ডিশ ব্যাবসা নিয়ন্ত্রণ করছে বাবু

ডান্ডিবার্তা | ০৯ জানুয়ারি, ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে গেলেও আত্মগোপনে থেকে অসদুপায়ে ডিশ ব্যাবসা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা আব্দুল করিম বাবু। কেবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা লঙ্ঘন করে ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে জি জি ২১ সিস্টেম লিমিটেডের সহায়তায় নারায়ণগঞ্জে কেবল টিভির সিগন্যাল প্রদান করছে ডিশ বাবুর এস বি স্যাটেলাইট। গতকাল বুধবার এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা নেয়ার আহŸান জানিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ইস্তু কেবল টিভি নেটওয়ার্কের মালিক মোঃ মোশাররফ হোসেন। অভিযোগে জানানো হয়, নারায়ণগঞ্জ এলাকার কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসায়ী আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবু তার রাজনৈতিক পেশি শক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ পুরো জেলায় সকল কেবল টিভি নেটওয়ার্ক বলপূর্বক দখল করে নিয়ন্ত্রন করতেন। স্বৈরাচার সরকার পলায়ন করলে বাবু নিজেও পলাতক হন। নেটওয়ার্ক ব্যবসা সহ গোটা নারায়ণগঞ্জ শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বাবু। ডিশ ব্যাবসা দখলে সন্ত্রাসী বাহিনী নিয়ে সংঘর্ষেও জড়িয়েছিলেন তিনি। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ করে আলোচনায় আসেন বাবু। এদিকে আব্দুল করিম ওরফে বাবু পলাতক হওয়ার কারণে তার এস বি স্যাটেলাইট ব্যবসায়িক কন্ট্রোল রুমটি কার্যত বন্ধ রয়েছে। কিন্তু তা সত্বেও তার এস বি স্যাটেলাইট ব্যবসা চলমান। অনুসন্ধানে দেখা যায় যে, আব্দুল করিম ওরফে বাবু তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য নারায়ণগঞ্জের নিজস্ব কন্ট্রোল রুমের পরিবর্তে ঢাকার কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসায়ী “আল্টিমেট ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্ক” (স্বত্তাধিকারী এ.বি.এম সাইফুল হােসেন, অভিযোগকারী জানায়, সে বাবুর সহযোগী), মাতুয়াইল পশ্চিমপাড়া, ঢাকা হতে কেবল টিভি সিগন্যাল গ্রহণ করে তার গ্রাহকদের সেবা প্রদান করছেন। আল্টিমেট ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্ক আব্দুল করিম ওরফে বাবুর এস.বি স্যাটেলাইটকে কবল টিভি সিগন্যাল ঢাকাস্থ ডিজি ২১ সিস্টেম লিমিটেডের মাধ্যমে সরবরাহ করছেন। কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে লাইসেন্সে উল্লেখিত শর্তাবলী অনুসরণ করা বাধ্যতামূলক। লাইসেন্সে উল্লেখিত এলাকার মধ্যেই কন্ট্রোলরুম স্থাপন করতে নির্ধারিত এলাকায় ব্যবসা পরিচালনা করার আইনি বিধান আছে। এই রূপ আইনি বিধানের মূল উদ্দেশ্য হল এখতিয়ারাধীন এলাকায় কেবল টিভি নেটওয়ার্ক পরিচালনার জন্য একচেটিয়া ব্যবসা নিরুৎ্সাহিত করা। একইসাথে কেবল টিভি সেবা প্রদানকারী নিজ নিজ সীমানা নির্ধারণ করে জোর পূর্বক এলাকার গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে সংযাগ নিতে বাধ্য করার বিষয়ে নিরুণৎসাহিত করা। কিন্তু এস.বি স্যাটেলাইট আইনের এ সকল বিধানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নারায়ণগঞ্জে নিজস্ব কন্ট্রোল রুম (হেড এন্ড) এর পরিবর্তে ঢাকাস্থ এস.বি স্যাটেলাইটের আব্দুল করিম বাবু ব্যবসা পরিচালনা করছেন। যা কেবল টিভি পরিচালনা আইন পরিচালনা ও বিধিমালা ২০১০ এর বিধি ৩ (৭) এর সুম্পষ্ট লঙ্ঘন। এ ব্যাপারে দ্রæত জেলা প্রশাসনের মাধ্যমে ব্যাবস্থা গ্রহনের জন্য আবেদন করা হয়। এদিকে এখনো শহরজুড়ে রয়েছে অস্ত্রসহ ছাত্র-জনতার মিছিলে বাবুর গুলি ছোড়ার পোস্টার। দ্রæত তাকে আইনের আওতায় আনার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ সকলে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা