ডান্ডিবার্তা রিপোর্ট
জাকির খানের মুক্তিতে নতুন করে আতঙ্ক দেয়া দিয়েছে ওসমান শিবিরে। কারণ নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে এক আলোচিত নাম জাকির খান। দীর্ঘ ২১ বছর সিনেমার কাহিনীর মতোই তাকে নিয়ে নানা মুখরোচক চর্চা হতে দেখা গেছে নারায়ণগঞ্জে সর্বমহলে। যিনি জেলা ছাত্রদলের সভাপতি পদ থাকাকালিন সময় থেকেই নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীদের আস্থান প্রতীক হিসেবে সুপরিচিত এই জাকির খান। দীর্ঘদিন জাকির খান যাতে দেশে ঢুকতে না পারে একের পর এক মামলা মোকাদ্দমা দিয়ে তাকে দমিয়ে রাখা হয়। প্রকাশ্যে তৈমূর আলম খন্দকার পরিবার সামনে থাকলেও এরপেছনে কুখ্যাত ওসমান পরিবারও নীলনকশা চালিয়েছে বলে মনে করা হয়। বিশেষ করে গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমান, সেলিম ওসমানসহ গোটা ওসমান পরিবার এই জাকির খানকে আতঙ্ক মনে করতো। ছাত্রদলের সাবেক এই নেতার বিশাল জনপ্রিয়তা রয়েছে। কর্মীসমর্থকদের বিশাল এই সমর্থনকেই সবসময় আতঙ্ক ভোগ করতো ওসমান পরিবার। সামনের দিনগুলোতে জাকির খান যদি বিএনপির মূল ধারার রাজনীতিতে নিজেকে ও তার কর্মীবাহিনীকে সঠিক পথে পরিচালিত করতে পারে আগামীর রাজনীতিতে এই জাকির খানই বিএনপির অন্যতম ভরসার কান্ডারি হতে পারে বলে মনে করা হচ্ছে। নারায়ণগঞ্জ বিএনপির যেই নেতৃত্বশুন্যতা দীর্ঘদিন ধরে চলছে তা জাকির খানের মাধ্যমেই সেই অভাব ঘুচতে পারে। এদিকে দীর্ঘদিন আওয়ামী লীগের রোষানল ও নিজ দলের কিছু কুচক্রীমহলের ষড়যন্ত্রে কারাভোগ করলে গত মঙ্গলবার দুপুর ১২টায় দীর্ঘদিন যে হত্যা মামলায় তিনি কর্মী সমর্থকদের ছেড়ে কারাগারে ছিলেন সেই নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় খালাস পেয়েছেন জাকির খান। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। জাকির খানের সকল মামলা খালাসে আনন্দে উল্লাসিত হয়ে উঠেছে জাকির খান ও বিএনপির কর্মী সমর্থকরা। সকলেই বর্তমানে প্রিয় নেতা জাকির খানের মুক্তির প্রহর গুনছেন। শীগ্রই নারায়ণগঞ্জের রাজনীতির ময়দানে জাকির খানের প্রয়োজন বলে মনে করছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। এ দিকে টানা ১ বছর নারায়ণগঞ্জের কিং মেকার খ্যাত জাকির খানকে নারায়ণগঞ্জে আলাদাতে হাজির করলেই হাজারো হাজারো জাকির খান সেনা আদালতপাড়ায় ভীড় জমাতেন। গত আওয়ামী লীগের আমলে বিভিন্ন চাপ ও প্রশাসনের বাধা পেরিয়ে জাকির খানের কর্মী সমর্থকরা প্রিয় নেতার সাথে একটু সাক্ষাৎ পেতে দৌঁড়ে আদালতপাড়ায় ভীড় জমাতেন। পরবর্তীতে ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে ও নিয়মিত মুক্তির দাবীতে স্বগরম ছিলো নারায়ণগঞ্জের অলিগলি। এদিকে ২০২৪ সালের পুরো সময়জুড়েই জাকির খানের মুক্তির ইস্যুকে ঘিরে আদালতপাড়া ছিল সরগরম। বিগত কয়েক মাসে যে কয়বার জাকির খান আদালতে এসেছেন ততবারই তার হাজারও কর্মী সমর্থকদের আদালতপাড়ায় ব্যানারে ফেস্টুনে সুসজ্জিত হয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। তাছাড়া গত নভেম্বর মাসেই জাকির খানকের মুক্তির আলোচনা উঠে সে সময় কয়েক দফায় যুক্তি তর্ক শেষ হলে কোর্ট শুনানী রায়ের জন্য ২০২৫ সালের ৭ জানুয়ারী তারিখ ফিক্সড করেন। যাকে ঘিরে জাকির খানের মুক্তির দাবীতে দীর্ঘদিন আশায় থাকা নেতাকর্মীরা প্রতিবারের ন্যায় গতকাল ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে আদালতপাড়ায় জড়ো হতে থাকে সদর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, মুন্সিগঞ্জ গজারিয়া, ঢাকা উত্তরসহ আরো বেশ কয়েকটি স্থানের জাকির খানের হাজারো হাজারো কর্মী সমর্থকরা। এরই মাঝে জাকির খানকে পুলিশের গাড়ি যোগে আদালত প্রাঙ্গনে নিয়ে আসলেই তার মামলা খালাসের খবর ছড়িয়ে পরে তখনই নেতাকর্মীরা জাকির খানকে ফুল ছিটিয়ে বরণ করেন এবং আনন্দে উচ্ছাসিত হয়ে আনন্দ মিছিল শুরু করেন। সে সময় জাকির খানের বহু কর্মী সমর্থকদের দেখা যায় চোখে আনন্দের কান্না লক্ষ্য করা যায়। আবার অনেকেই আল্লাহর নিকট লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করতে থাকেন। জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে তিনি ৩০টি মামলায় ইতিমধ্যে খালাস পেয়েছিলেন। বাকি ৩টি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন। নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পাওয়ার পর তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ ফেব্রæয়ারি গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এ হত্যাকাÐের পর তৎকালীন জেলা বিএনপির সভাপতি, বর্তমান তৃণমূল বিএনপির মহাসচিব এবং নিহতের বড় ভাই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে সাবেক এমপি গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ১৭ জনের নামে ফতল্লা থানায় মামলা দায়ের করেন। জাকির খানের কর্মী সমর্থকদের সাথে আলোচনা করে জানা যায়, দীর্ঘদিন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার, ওসমান গং এবং বিএনপির ভিতর ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালরা নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠ থেকে দূরে রাখতে অপচেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু গতকাল ষড়যন্ত্রের জাল ভেদ করে এবং সত্যের জয় অনিবার্য, এটিকে আবারো প্রমাণিত করে জাকির খান মামলা থেকে বেকসুর খালাস পেলো এবং কর্মীবান্ধব এই নেতা ফিরে আসছে আবারো নারায়ণগঞ্জের রাজনীতির ময়দানে। আর জুলাই-আগষ্টের বিপ্লবে দেশ স্বাধীন হলেও জাকির খান এখনো কারাঅন্তরীণ, তাই তাকে কারাগারে রেখে প্রকৃত বিজয়োল্লাস সম্ভব না, অবশেষে আজ সেই বিজয়োল্লাসের দিন এলো। বর্তমানে সকলেই প্রত্যাশা করছে, জাকির খানের মুক্তির মধ্য দিয়ে ঘুরে দাঁড়াবে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি, দমন হবে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে আওয়ামী দালালদের পুনর্বাসন। যারা বিগত ১৬ বছর আওয়ামী দালালী করেছে তাদেরকে ও ছাড় দেওয়া হবে না। এর আগে দীর্ঘ ২১ বছর পর গত ২০২২ সালের ৩ সেপ্টেম্বর ভোরে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে গোটা দেশে পলিটিক্যাল হিরো হিসেবে অভিষেক হওয়া এই জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে গ্রেপ্তার করেছিলেন র্যাব-১১।
ই-
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯