ডান্ডিবার্তা রিপোর্ট
কমিটি বিহীন চলছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক কার্য্যক্রম। অনৈতিক কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এদিকে জেলা বিএনপির কমিটিতে পদ পদবী পেতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে একটি পক্ষ। তবে, কোন তদবীরে নয় বরং ত্যাগীদের সমন্বয়ে জেলা বিএনপির কমিটি অচিরেই ঘোষনা করা হবে বলে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে কেন্দ্র থেকে। পূনাঙ্গ কমিটি গঠন না করা হলেও আংশিক কমিটি ঘোষনা করা হতে পারে বলে কেন্দ্রীয় বিএনপির সূত্রে জানা গেছে। জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনির, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মামুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীসহ এক ঝাঁক ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে জেলা বিএনপির কমিটি ঘোষনা করা হবে বলে সূত্রটি নিশ্চিত করেছেন। তবে, সদ্য বিলুপ্তি হওয়া জেলা বিএনপির কমিটিতে থাকা একাধিক নেতৃবৃন্দ বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রটি জানায়, সাবেক সাংসদ গিয়াসউদ্দিন এবং গোলাম ফারুক খোঁকন জুলাই আন্দোলনে স্বেরাচারী সরকার পতন হবার পর পরই তাদের নিয়ন্ত্রনে থাকা জেলা বিএনপির রাজনীতিকে কোনঠাসা করে রাখার চেষ্টা করা হয়। এমনকি, দলের নাম ভাঙ্গিয়ে প্রভাবশালী এ দুই নেতাসহ তাদের সাঙ্গপাঙ্গরা স্বেরাচারী ষ্টাইলেই সব সেক্টর নিয়ন্ত্রনে নিয়ে নেন। এতে করে দলের ভাবমূতি ক্ষুন্ন হয়েছে বলেও সাধারন নেতাকর্মীরা অভিযোগ করেন। এক পর্যায়ে বিভিন্ন অনিয়ম ও শিষ্টাচারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এদিকে, জেলা বিএনপির কমিটি বিলুপ্তি হওয়ার পর থেকে একটি প্রভাবশালী চক্র কমিটি নিয়ন্ত্রনে রাখাসহ তাদের বলয়ের লোকজনদের কমিটিতে স্থান দিতে ব্যাপক তদ্বীর চালাচ্ছে। তবে, এবারের কমিটি ত্যাগীদের সমন্বয়ে গঠন করা হবে। কোন তদবীরে পদে আসিন করা হবে না। কেন্দ্রের কাছে সব সময়েই ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জকে গুরুত্বপূর্ণ জেলা হিসেবেই বিবেচনা করা হয়। তবে, দক্ষ নেতৃত্বেই জেলা বিএনপির কমিটি গঠন করা হবে। জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনির জানান, বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। বিষয়টি আমাদের কাছে লজ্জার। দলকে ব্যবহার করে দলের সুনাম নষ্ট করে কর্মীদের অবমূল্যায়নের মাধ্যমে যারা হীন স্বার্থ হাসিলে ব্যস্ত থাকেন। এমন নেতৃত্ব দলের কর্মীরা চাননা বলে তিনি মন্তব্য করেন৷ অপর একটি প্রশ্নে কাজী মনির বলেন, আমি পদে বিশ্বাসী নই। দলের একজন সাধারন কর্মী হিসেবে দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। দলের প্রোগ্রাম করতে গিয়ে একাধিকবার হামলার স্বীকার হয়েছে। সে সাথে একাধিক মামলার আসামি হয়ে ফেরারী জীবন পার করার পরও দলের আর্দশ থেকে বিচ্যুতি হইনি। তবে, দল যদি মনে করেন তাহলে তিনিও জেলা বিএনপির নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত রয়েছেন। জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলের দুঃসময়ে আমরাই রাজপথে ছিলাম। আজকে যারা গলা ফাঁটিয়ে বড় বড় কথা বলেন দলের দুঃসময়ে তারা লেজ গুটিয়ে গর্তে ছিলেন। আমরাই জীবনের ঝুঁকি নিয়ে দলের ঝাঁন্ডা সমুন্নত রেখেছিলাম। দল যদি মনে করে, তবেই আমি নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে থেকে দলের ঝাঁন্ডা সমুন্নুত রেখেছি। হাজারো নির্যাতন হামলা মামলাও আমাদেরকে দলীয় আর্দশ থেকে সরাতে পারেনি। স্বেরাচারী সরকারের ১৭ বছর আমরাই জাগান দিয়েছি জাতীয়তাবাদী দলের অস্তিত্ব। অথচ এখন কত নেতা তৈরী হয়েছে? আমাদের নিয়ে মন্তব্য করার মত দুঃসাহসও তারা দেখান! যাই হউক আমি আমার সাধারন নেতাকর্মীদের নিয়ে রাজনীতি করি। সাংগঠনিক দক্ষতার মাধ্যমে একদিকে যেমন কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছি ঠিক সে ভাবেই দলকে সুসংগঠিত করেছি। তবে, দল যদি মনে করেন তাহলে আমি জেলা বিএনপির নেতৃত্ব দিতে আগ্রহী। প্রসঙ্গত, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত বছরের ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষাণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে। এদিকে দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার অধীন সব উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের পরামর্শে পরিচালিত হবে।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯