ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হবে। অনেকই বলবে,আওয়ামী লীগ যা করেছে, বিএনপিও তাই করবে। কিন্তু না, অতিতে জনগণের ভাগ্য নিয়ে অনেক ছিনিমিনি হয়েছে। আমরা বিএনপি আর ওই রাজনীতি চাইনা। জনগণের ভাগ্য নিয়ে বিএনপি ছিনিমিনি করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২ বছর আগেই বলে দিয়েছেন, ৩১ দফার ভিত্তিতেই বিএনপি একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়। যে রাষ্ট্রে সবার সমান অধিকার থাকবে। এ স্বাধীন রাষ্ট্রের কোন নাগরিকের অধিকার যেন কেউ হরণ করতে না পারে, এ স্বাধীন দেশকে যেন কেউ পরাজিত করতে না পারে, আর যেন কোন স্বৈরাচার তৈরি হতে না পারে, সে দায়িত্ব আমাদের নেতা তারেক রহমান নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুন মাহমুদ বলেন, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে চেতনার উপর ভর করে, জুলাই-আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছে, তাদের মনের যে ভাসনা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হবে, যে বাংলাদেশে ন্যায় বিচার, সাম্য ও মানবিক মর্যাদার একটি দেশ গড়ে উঠবে। জুলাই-আগস্টে আমাদের যেসকল ভাই বোনেরা প্রাণ দিয়েছে, তাদের একটি আকুতি ছিল। তাদের আকুতি ছিল একটি সুন্দর বাংলাদেশ। এদেশে আর কোন দরিদ্র থাকবে না। এ দেশে বিনা চিকিৎসায় আর একজন মানুষও মৃত্যু বরণ করবে না। এ বাংলাদেশে টাকার অভাবে একটি মায়ের সন্তানও স্কুল থেকে ফিরে আসতে হবে না। সেই রকম একটি দেশ আমরা সবাই দেখতে চাই। নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ হোসেনের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন আহŸায়ক রিয়াজুল ইসলাম রিয়াজের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ন আহŸায়ক অকিল উদ্দিন ভুঁইয়া, সামছুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, সদস্য মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা বিএনপি নেতা মজিবুর রহমান, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি আতাউর রহমান আক্কেল আলী, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন খান, মোস্তাফিজুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক লিটন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শাকের আহমেদ সোহান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু ও সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান, নাসিক ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রহমান, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন, যুবদল নেতা মাইনুল হোসেন, ফজলুল হক কন্ট্রাক্টর, নোমান, ইমরান, ফারুক হোসেন, আয়নাল, দেলোয়ার, গাজী মাসুম, শ্রমিক দল নেতা আলমগীর হোসেন,
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯