ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, জনগণের আশা-আকাঙ্খার ব্যাহত হয় এমন কোন কাজে আমরা যেন লিপ্ত না হই। আমরা যেন জনগণের সুখ-দুঃখের সাথী হই। ঘরে ঘরে গিয়ে মানুষের দুঃখ-দুর্দশা আমাদের দেখতে হবে। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির উপর দায়িত্ব এবং কর্তব্য, মানুষের প্রত্যাশা পুরণ করার জন্য তাদের পাশে দাড়ানো এবং সেবা করা। আমরা প্রতিশ্রæতি দিতে পারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে গড়ে উঠা এবং প্রিয় নেতা তারেক রহমানের দিক-নির্দেশনায় আমরা দেশ ও জনগণের কল্যাণে আগামী দিনে কাজ করে যাবো। দেশের মানুষ যা চায়, দেশের মানুষের যা প্রত্যাশা, তা পুরণ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। স্বৈরাচার দেশকে যে ধ্বংসস্তুপে রেখে গেছে, মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে সেই অবস্থা থেকে আবার দেশকে গড়ে তোলা, আবার উন্নয়ন করা, মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করা। আমরাও সেই ব্রত নিয়ে আগামী দিনে কাজ করবো। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল ভূইয়াপাড়া এলাকায় মরহুম গোলাপ প্রধান স্মৃতি স্মরণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আল্লাহ যদি আমাদেরকে দেশের মানুষের সেবা করার সুযোগ দেন, স্বৈরাচার যে অন্যায়-অত্যাচার-চুরি, দেশের সম্পদ লুন্ঠন করে বিদেশে পাচার, এগুলো সম্পূর্ণ বন্ধ করে আমরা জনগণের কল্যাণে এবং দেশের উন্নয়নে কাজ করে যাবো। আমরা মানুষের মর্মকথা, দুঃখ-বেদনা জানি। আমরা বুঝি, মানুষ রাজনীতিবীদদের কাছে কী চায়। গিয়াসউদ্দিন আরো বলেন, আজকে সবাই শেখ হাসিনাকে নিন্দা করছে। কারণ সে স্বৈরশাসন এবং দেশে লুটপাট চালিয়েছে। সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে। নিজের বোনকে নিয়ে সে পালিয়েছে জান বাঁচানোর জন্য। তার গ্রামের কর্মীরা পর্যন্তও পালিয়ে আছে। এমন জঘন্য ইতিহাস পৃথিবীর আর কোথাও নাই, এমন পরাজয় পৃথিবীর কোন ইতিহাসে আমরা পড়ি নাই। সে এত মানুষকে হত্যা করেছে, এত মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, এত চুরি-ডাকাতি সে করেছে, যা বর্ণনা করার মত নয়। আজকে শেখ হাসিনার পরিবার চিহ্নিত চোর-ডাকাত ও লুটেরা হিসেবে পরিচিত। সে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে, এদেশের মানুষকে নিঃস্ব করে দিয়ে গেছে। মানুষ দীর্ঘদিন স্বৈরশাসন দেখেছে, মানুষ হারিয়েছে গণতন্ত্র, ন্যায় বিচার, মৌলিক অধিকার, সাম্যের বাণী। মরহুম গোলাপ প্রধান স্মৃতি সংসদের সভাপতি আকাশ প্রধানের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি,এইচ,বাবুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, মহানগর শ্রমিকদলের আহŸায়ক এস,এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মন্টু, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম-সম্পাদক কারুল হাসান শরীফ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মমতাজ উদ্দিন মন্তুু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক সাগর প্রধান, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আনিস সিকদার, নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সভাপতি টিএইচ তোফা, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহŸায় তৈয়ম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক শহীদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হীরা ও রাব্বি প্রধান প্রমূখ।
ই
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯