আজ শুক্রবার | ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১ | ৯ রজব ১৪৪৬ | বিকাল ৪:২৬

ফতুল্লায় ওসির বোন পরিচয়ে চাঁদাবাজি

ডান্ডিবার্তা | ১০ জানুয়ারি, ২০২৫ | ১১:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা থানার অন্তর্গত ইসদাইর এলাকায় রাজনৈতিক পট পরিবর্তনের পর নয়া ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলেছে লেডি রংবাজ শারমিন গং। গতকাল বৃহস্পতিবার ভোক্তবোগী নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন শারমিন আক্তার ও তার সাংকুপাংকুরা একেক সময় একেক ক্লাবের পরিচয় দিয়ে বিভিন্ন যায়গায় থেকে চাঁদাবাজি করে। কখনো পুলিশের বোন কখনো সেনাবাহিনীর বোন কখনো আবার এসপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দিয়ে বøাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়াই তাদের মুল কাজ। মনির বলেন শারমিনের স্বামী ইব্রাহিম ওরফে বিশাল তিনি একজন চিহ্নিত প্রতারক ও মাদক ব্যবসায়ী। সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরের অফিসে চাঁদা আনতে গেলে লাগে বিপত্তি। শারমিন ও তার বøাকমেইল কারি সদস্যরা হুমকি প্রদান করে যে যদি চাঁদা না দেয় তাহলে ফতুল্লা থানার ওসি শরীফুল কে বলে ছাত্র হত্যার মামলার আসামি করবে।‌ মনির নিরাপত্তার আশংকায় থাকায় ৫ জানুয়ারী ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করতে গেলে ওসি শরীফুল অভিযোগ গ্রহন করেনি কারণ হিসেবে মনির থানার অন্যান্য পুলিশ সদস্যদের মাধ্যমে জানতে পারে শারমিন ওসির আপন চাচাতো ভাই। তবে কেন অভিযোগ গ্রহন করেনি ওসি এবিষয়ে তাকে দুই দফা ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। শারমিন ও তার বøাকমেইল কারি সদস্যদের বিরুদ্ধে গত মঙ্গলবার নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক পত্রিকায় একাধিক নিউজ প্রকাশিত হয়। তবে থানা সূত্রে জানা গেছে শারমিন বিভিন্ন সময়ে তার বøাকমেইল কারি সদস্যরা সহ থানায় বাড়ি ঘরের মতো আড্ডা দিয়ে থাকে যা সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে। তাহলে কি ওসির বোন বলে যখন খুশি তখন চাঁদাবাজি ও বøাকমেইল করে যাবে আর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। শারমিনের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। এর আগে খানপুর হাসপাতালে ডাক্তারের সাথে চাঁদাবাজি করতে গিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় ব্যার্থ হলে মারামারি করে এবং পরে সেই ডাক্তারের বিরুদ্ধে আবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে শারমিন গং, এক পর্যায়ে ঘটনাটি অতিরিক্ত পুলিশ সুপারের নজরে আসলে তখন মিমাংসা করা হয় জানা গেছে। শুধু ডাক্তারই নয় এরকম বিভিন্ন যায়গায় তাদের বøাকমেইল কারি সদস্যরা উৎ পেতে থাকে মানুষকে সর্ব শান্ত করার জন্য।এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত টাউড বাটপার দের আশ্রয় বা প্রশ্রয় দিচ্ছে কারা। খোঁজ নিয়ে জানা গেছে ইসদাইরের শীর্ষ চাঁদাবাজ আওয়ামী লীগের দোসর কালা মানিকের ভাই সিদ্দিকুর রহমানসহ বেশ কয়েকজন লোক রয়েছে। তবে ভোক্তবোগী মনির বলেন যদি এসপি, ওসি শরীফুল ও এই বøাকমেইল কারি শারমিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো। এখন নারায়ণগঞ্জ বাসীর কাছে সাধারণ মানুষের প্রশ্ন তাহলে কি লেডি রংবাজ ও বøাকমেইল কারি শারমিনের কাছে পুলিশ প্রশাসন অসহায়। নাকি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কোনটা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১০
  • ১৫:৫৩
  • ১৭:৩৩
  • ১৮:৫১
  • ৬:৪৩
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা