ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ২০০-৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মো. আবুল হোসেন তালুকদার (৪৬) নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী গত বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্তা করা হয়েছে। মামলার এজাহারে আসামি করা হয়েছে সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া প্রমুখকে। মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৪ আগস্ট রাত ৮টার সময় চিটাগাংরোডের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলেও উপস্থিতি ছিলেন। সেসময় আন্দোলন দমাতে উক্ত মামলার আসামিরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদীর ছেলে পিঠের বামপাশ ও শরীরে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন। মামলার আসামিরা হলো,এ.কে.এম শামিম ওসমান (৬৪), সেলিম ওসমান (৬০), ইয়াসিন হাজী (৬২), আজমেরী ওসমান (৪৫), মো. মজিবর রহমান, অয়ন ওসমান (৩৭), শফিকুল ইসলাম (৩৫), রহিম মেম্বার, পিয়ার আলী, আলীনুর, জুলহাস, মোঃ সুফিয়ান, পানি আকার (৩৮), মানিক মাষ্টার (৪৮), চাঁন মিয়া, তাজিম বাবু, আমিনুল হক রাজু, মোঃ শরিফ, শাহ নিজাম (৫৬), সামাদ ব্যাপারি (৫২), তানজিদ কবির সন্তু (৪০), রমজান, মোঃ ফারুক (৪০), শুক্কুর (৩০), মোঃ খোকন (এল এক্স) (৩২), সীমান্ত (২৫), এমদাদুল, খোকন, সুরুল ইসলাম মেম্বার, সুমন রহমান, মোঃ মাহফুজ রহমান, মোঃ শাহজাহান (৩৭), সিফাত, মোঃ আমির হোসেন, মুক্তার, মহিউদ্দিন, মোঃ মামুন (৪৩), মোঃ নজরুল ইসলাম, হামীম, বিল্লাল ফরাজী, সাইফুদ্দিন সুজন, আবুল হাসনাত, সজল, আলিনুর (৬০), সাকির (৩০), ইয়াকুব গাজী, মোতালেব মেম্বর (৫০), মো: সাগর (৩৫), মোঃ রুহুল আমীন (৫০), ইব্রাহিম হোসেন, বনি মোড়ল, আক্তারসহ অজ্ঞাত আওয়ামীলীগের আরও ২০০/৩০০ জন।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯