ডান্ডিবার্তা রিপোর্ট
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের। হাসিনা সরকারের পতনের মধ্য দিয়েই সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও তাদের দোসররা পালিয়ে যায়। এর মধ্যে অনেকে আত্মগোপনে রয়েছেন কেউ আবার গ্রেফতার হয়ে কারা ভোগ করছেন। দুর্বিসহ ভাবে স্বৈরাচারী আওয়ামী সরকারসহ তাদের দোসরদের বিদায়ে ১৭ বছরের মধ্যে সবচেয়ে ফুরফুরে অবস্থানে আছে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে আসা নারায়ণগঞ্জ বিএনপি। তবে নতুন বছরে বেশ কয়েকটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দলটিকে। এর মধ্যে নিজ দলের শৃংখা ফিরিয়ে আনা, নেতাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা, দলীয় কোন্দল নিরসনসহ ত্যাগীদের মূল্যায়ন করা, জনগণের আস্থা ধরে রাখা, নির্বাচন আদায় এবং প্রতিদ্ব›দ্বী রাজনৈতিক দলগুলোর বিষয়ে ভূমিকা উল্লেখযোগ্য। এদিকে, স¤প্রতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্তি করা হয়েছে। দলের দুঃসময়ের নেতাকর্মীদের অবহেলার অভিযোগ উঠেছে সিনিয়র নেতাদের বিরুদ্ধে। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মনোবল ফিরিয়ে আনাসহ জনগনের আস্থা অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দলটিকে। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হলে আবারও দলটিকে বিপাকে পড়তে হতে পারে আশঙ্কা বিশ্লেষকদের।
সূত্রমতে, আওয়ামীলীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট গঠিত হয়েছে অন্তর্বতী সরকার। কোন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ যেখানে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেখানে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে বিরাজ করছে হ-য-ব-র-ল অবস্থা। দলীয় কোন্দল থেকে দলটির সিনিয়র নেতৃবৃন্দ এবং কর্মীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার মধ্য দিয়েই প্রতীয়মান হয়েছে। তবে জেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় কোন্দলের বিষয়টি অস্বীকার করে বলেন, দলের নেতাকর্মীরা বর্তমানে ফুরফুরে অবস্থার মধ্যে রয়েছে। আর কমিটি বিলুপ্ত হওয়াটা একটা স্বাভাবিক বিষয়। সূত্রমতে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে বিএনপি বহু বছর পর স্বাধীন পরিবেশে রাজনৈতিক কর্মকাÐ পরিচালনার সুযোগ পেয়েছে। তবে স্বৈরাচারের পতনের পর স্বস্তি মিললেও নানা কারণে রাজনৈতিকভাবে চলতি বছরে চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। যদিও সরকার পতনের পর থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো একের পর নিষ্পত্তি করা হচ্ছে। যে মামলাগুলো রয়েছে দ্রæত সময়ের মধ্যে এ সমস্যাও সমাধান করা হবে। দলটির নেতাকর্মীরা আগের চেয়ে এখন বেশি উজ্জীবিত। রাজনীতি বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনের আগে দলীয় কোন্দল নিরসন, ত্যাগীদের মূল্যায়ন করা, দলীয় নেতা-কর্মীদের কার্যক্রমে জনগণের আস্থা অর্জন, নির্বাচনের জন্য প্রস্তুত রাখতে হবে। এছাড়া স্বৈরাচারী সরকার পতনের পর পরই নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির বিচ্ছিন্ন অভিযোগ মিলছে। দলটির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে অনেককে বহিষ্কারও করেছে। তবুও এ ধরনের বিতর্কিত কর্মকান্ড থেকে দলের নেতাকর্মীদের বেরিয়ে আসতে হবে অন্যথায় এর প্রভাব নির্বাচনে পড়ার শংকা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ বিএনপি শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে স্বৈরাচারী সরকারের দোসররা এখন তৎপর রয়েছে। তারাই বিভিন্ন ষড়যন্ত্র করার মাধ্যমে বিএনপিতে বিশৃংখলা করার চেষ্টা করছে। তবে, দলের নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্র প্রতিহত করার মাধ্যমে ফুরফুরে মেজাজে রয়েছে বলেও তিনি দাবি করেন। নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠাই নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণতন্ত্র পুনরুদ্ধার করাই হলো বিএনপির লক্ষ্য। এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, চারিদিকে নানা ষড়যন্ত্র চলছে। যে লক্ষ্য নিয়ে আমরা আন্দোলন করেছি, এত এত মানুষ প্রাণ দিয়েছে, আত্মত্যাগ করেছে, তার মূল্য দিতে হবে। আমরা চাই নতুন বছরে গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। তবে, বিএনপি বিশাল একটি দল। এত বড় দলে সামান্য মত পার্থক্য থাকবেই। সার্বিক বিবেচনায় নারায়ণগঞ্জ বিএনপি শক্তিশালী অবস্থানেই রয়েছে বলে তিনি দাবি করেন।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯