আজ শনিবার | ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১ | ১০ রজব ১৪৪৬ | সন্ধ্যা ৬:৫৮

নতুন কমিটির অপেক্ষায় জেলা বিএনপি

ডান্ডিবার্তা | ১১ জানুয়ারি, ২০২৫ | ১১:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রাজনীতির মাঠে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে রাজনীতির গতির সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে যায়। ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ৫ আগষ্ট পালিয়ে যায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেই থেকে এখনো পর্যন্ত কঠিন সময় পার করছে আওয়ামী লীগ নেতারা। রাজনীতির মাঠে ফিরার মত অবস্থা না থাকায় পালিয়ে বেড়াচ্ছেন তারা। নারায়ণগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগ মাঠে ফিরতে পারবে কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। হত্যা মামলার আসামী হিসেবে অভিযুক্ত হয়ে পলাতক রয়েছে। বিপরীতে দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের হামলা মামলায় নির্যাতিত হয়ে ছিল। কিন্তু ৫ আগষ্টের পরে অন্যান্য দলের তুলনায় বিএনপি দাপুটের সাথে মাঠের রাজনীতিতে সক্রিয় হয়েছে। এদিকে ১৫ দিন অতিবাহিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতৃত্ব শুণ্য হয়ে রয়েছে। কেননা এখানে কোন কমিটি নেই। কমিটি না থাকায় নেতৃত্ব সংকট হয়ে রয়েছে। তাছাড়া নতুন নেতৃত্বে কার আসবে তা নিয়ে আলোচনা চলছে। তবে কেন্দ্র থেকে নতুন কমিটি না আসা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতৃত্ব শুন্য হয়ে থাকবে। আর এজন্য তৃণমূল নেতাকর্মীরা মনে করেন দলকে শক্তিশালী করতে হলে দ্রæত কমিটি গঠন করতে হবে। অন্যথায় কর্মীরা ঝিমিয়ে পড়তে পারে। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপির কেনদ্রীয় হাই কমান্ড। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে। গত বছরের ২০২৩ সনের ২৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান। তাছাড়া গত ২০২৩ বছরের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। দলীয় সুত্রমতে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির সভাপতি পদে সাবেক এমপি গিয়াস উদ্দিন দায়িত্বে আসার পর দলকে সুসংগঠিত করে তুলেন। সেই সাথে দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে বিশাল শোডাউন করে তা বাস্তবায়ন করেছেন। এমনকি ঢাকার মিছিল মিটিংয়ে সর্বোচ্চ লোক নিয়ে কেন্দ্রের দেয়া কর্মসূচিকে বাস্তবায়ন করেছে। তারই ধারাবাহিকতায় কমিটির অল্প দিনের মাঝেও দলে শক্ত অবস্থান তৈরী করে।তবে শিগগিরই নতুন কমিটি হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা