ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ও সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘুবের জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা বাংলাদেশের মানুষের কল্যাণে ও প্রয়োজনে নিজেদেরকে যে উৎসর্গ করে যেতে পারবে তারাই আগামী দিনেই বিএনপি’র নেতৃত্ব দিবে। সেই মন-মানসিকতা নিয়েই আপনারা যে আজকে মানুষের পাশে দাড়িয়েছেন এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। দুঃস্থ ও অসহায় বলতে কোন কিছু নেই বাংলাদেশের মানুষ আমরা সবাই সমান। একে অন্যের প্রয়োজনে আমরা সবাই পাশে থাকবো এটি আমাদের রাজনৈতিক দর্শন। সেই মানসিকতা নিয়ে আমরা সব সময় মানুষের পাশে থাকবো। কাশিপুর ফরাজীকান্দা বন্ধুমহলে উদ্যোগে আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ এবং শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। গতকাল শুক্রবার বিকেলে কাশীপুর ফরাজীকান্দা ক্লাব সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, দলের নাম বিক্রি করে অনেকেই অনেক কিছু করছেন তার দায়ভার কিন্তু দলের উপরই পড়ে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছা সৈনিক জাতীয়তাবাদী আদর্শকে বুকে লালন করে তারা কখনই মানুষের উপরে জুলুম অত্যাচার করতে পারে না বলে আমি অন্তত বিশ্বাস করি। যারা সুবিধাবাদী তারা এগুলো করে। তারা বিভিন্ন সময় সুবিধা নিয়ে নিজেদের বোল্ড পাল্টিয়ে নিজেদেরকে জাহির করার জন্যই সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়। আর জাতীয়তাবাদী দলের যারা ছাচ্ছা সৈনিক আছে তাদেরকে অবশ্যই এই গুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে আমি অন্যায় করি না কিন্তু আমার চোখের সামনে যে অন্যায় করে সেটি যদি আমি মুখ বুজে সহ্য করি সেটা অন্যায়ের সমান শামিল। সুতরাং নিজে অন্যায় করবো না এই সমাজে কাউকে অন্যায় করতেও দিব না। সেই ব্যাপারে আপনাদের সবাইকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আমাদের নেতার স্পষ্ট বার্তা যদি কেউ দলের নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম করতে চায় সেটাকে শক্ত হাতে দমন করে আইনের হাতে সোপর্দ করতে হবে। যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে এসকল অপকর্ম করে সেই অপকর্মের দায়িত্ব বিএনপি নিবে না। কিন্তু এটা কথা সত্য যে দীর্ঘ ১৬টি বছর এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি যাদেরকে একদিনের জন্য রাজপথে আমরা দেখেনি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারাই ৫ আগস্টের পর আবারও সক্রিয়। সুতরাং তাদেরকে ছাড় দেওয়া যাবে না। তাদেরকে যদি ছাড় দেওয়া হয় তাহলে যারা দীর্ঘ ১৬টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে সেই সকল নেতা কর্মীদের মনোবল ভেঙ্গে পড়বে। আমাদের সবারই উচিত তাদেরকে শক্ত হাতে দমন করা। আর তার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের পাশে থাকবে। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আহŸায়ক কমিটির সদস্য ওমর ফারুক শোভনের সভাপতিত্বে ও মো.আবিরের সঞ্চালনায় এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক জিএস শাহ আলম ভূঁইয়া, যুগ্ম আহŸায়ক আব্দুল জব্বার, ফরাজীকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি আলী আক্কাস সরদার, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব ছলিম মোল্লা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইদ কবির মোল্লা, মতিন সরদার, আমান উল্লাহ সরকার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, কাশিপুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক রুবেল হোসাইন, সদস্য নুর আহমেদ সোহেল ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান শ্যামল, আরিফুল ইসলাম, নাজমুল হক, রুবেল কিবরিয়া, অপু ভূঁইয়া, নাজমুল হাসান রাব্বিসহ অনেকেই।
ই
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯