আজ শনিবার | ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১ | ১০ রজব ১৪৪৬ | সন্ধ্যা ৬:৫২

শামীম ওসমানের ভুয়া ছবি ভাইরাল

ডান্ডিবার্তা | ১১ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
স¤প্রতি ইন্টারনেট মাধ্যমে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের দাড়ি-গোঁফওয়ালা একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাসুল (সা.) এর রওজা মোবারকে দেখা যায়। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি শামীম ওসমানের হজের ছবি দাবি করে প্রচার করা হচ্ছে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ছাড়াও টিকটক, এক্সেও একই দাবিতে ছবিটি প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ছবিটি শামীম ওসমানের আসল ছবি নয়। ২০২২ সালে শামীম ওসমানের মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারতের সময়ের ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দাড়ি-গোঁফ যুক্ত করে স¤প্রতি সেটি ইন্টারনেট মাধ্যমে প্রচার করা হয়েছে। এ নিয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘মহানবী (সা.) এর রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা’ শীর্ষক শিরোনামে ২০২২ সালের ১৬ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে প্রচারিত ছবিটির সঙ্গে শামীম ওসমানের পোশাক, ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তু মিল পাওয়া যায়। তবে ওই প্রতিবেদনে থাকা ছবিতে শামীম ওসমানের মুখে দাড়ি ছিল না। প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের জুলাইয়ে শামীম ওসমান মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। ওই সময় মদিনায় পৌঁছে তিনি মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারতের পর একটি ক্ষুদ্র ভিডিও বার্তা দেন। পাশাপাশি সে সময় তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন। ওই সময় বিভিন্ন ইউটিউব চ্যানেলেও ‘মহানবী (সা.) এর রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা’ শীর্ষক শিরোনামে ভিডিও প্রচারিত হয়েছিল। ২০২২ সালের ১৫ জুলাই প্রকাশিত ওই ভিডিওতেও আলোচিত ছবিটির মতোই দৃশ্য রয়েছে। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শামীম ওসমানের পুরোনো ছবিকে সম্পাদনা করে সা¤প্রতিক সময়ের দাবি করে প্রচার করা হচ্ছে। ছাত্র-জনতার গণঅভুত্থানে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য নেতাকর্মীদের মতো আত্মগোপনে চলে যান শামীম ওসমান। এরপর থেকে তার অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে পাওয়া যায়নি। সুতরাং, ২০২২ মদিনায় শামীম ওসমানের একটি ভিডিও থেকে তার ছবি নিয়ে সেটিতে দাড়ি-গোঁফ যুক্ত করে সা¤প্রতিক সময়ের দাবি করে ইন্টারনেটে প্রচার করা ছবিটি সম্পাদিত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা