ডান্ডিবার্তা রিপোর্ট
স¤প্রতি ইন্টারনেট মাধ্যমে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের দাড়ি-গোঁফওয়ালা একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাসুল (সা.) এর রওজা মোবারকে দেখা যায়। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি শামীম ওসমানের হজের ছবি দাবি করে প্রচার করা হচ্ছে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ছাড়াও টিকটক, এক্সেও একই দাবিতে ছবিটি প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ছবিটি শামীম ওসমানের আসল ছবি নয়। ২০২২ সালে শামীম ওসমানের মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারতের সময়ের ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দাড়ি-গোঁফ যুক্ত করে স¤প্রতি সেটি ইন্টারনেট মাধ্যমে প্রচার করা হয়েছে। এ নিয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘মহানবী (সা.) এর রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা’ শীর্ষক শিরোনামে ২০২২ সালের ১৬ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে প্রচারিত ছবিটির সঙ্গে শামীম ওসমানের পোশাক, ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তু মিল পাওয়া যায়। তবে ওই প্রতিবেদনে থাকা ছবিতে শামীম ওসমানের মুখে দাড়ি ছিল না। প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের জুলাইয়ে শামীম ওসমান মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। ওই সময় মদিনায় পৌঁছে তিনি মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারতের পর একটি ক্ষুদ্র ভিডিও বার্তা দেন। পাশাপাশি সে সময় তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন। ওই সময় বিভিন্ন ইউটিউব চ্যানেলেও ‘মহানবী (সা.) এর রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা’ শীর্ষক শিরোনামে ভিডিও প্রচারিত হয়েছিল। ২০২২ সালের ১৫ জুলাই প্রকাশিত ওই ভিডিওতেও আলোচিত ছবিটির মতোই দৃশ্য রয়েছে। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শামীম ওসমানের পুরোনো ছবিকে সম্পাদনা করে সা¤প্রতিক সময়ের দাবি করে প্রচার করা হচ্ছে। ছাত্র-জনতার গণঅভুত্থানে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য নেতাকর্মীদের মতো আত্মগোপনে চলে যান শামীম ওসমান। এরপর থেকে তার অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে পাওয়া যায়নি। সুতরাং, ২০২২ মদিনায় শামীম ওসমানের একটি ভিডিও থেকে তার ছবি নিয়ে সেটিতে দাড়ি-গোঁফ যুক্ত করে সা¤প্রতিক সময়ের দাবি করে ইন্টারনেটে প্রচার করা ছবিটি সম্পাদিত।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯