ডান্ডিবার্তা রিপোর্ট
‘নারায়ণগঞ্জের ওসমান পরিবারের একজন ঘনিষ্ঠ সাবেক কাউন্সিলর হত্যা মামলার বাণিজ্য শুরু করেছেন। তার লক্ষ্য হলো ব্যবসায়ী হিন্দু স¤প্রদায়। এই কাউন্সিলর ১৬ বছর ধরে ওসমান পরিবারের সভায় উপস্থিত থেকে তাদের সমর্থন দিয়েছেন, আর এখন হত্যাকাÐ নিয়ে ব্যবসা করছেন।’ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি’র এমন বক্তব্যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। গত ৮ জানুয়ারি চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪২ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ৩৬জন কাউন্সিলরের মধ্যে কে এই কাউন্সিলর এই নিয়ে দ্বিধা দ্ব›েদ্ব চলমান রয়েছে। এদিকে বর্তমান সময়ে বিএনপি সমর্থিত কাউন্সিলর এমন আলোচনা না থাকলেও কমতি নেই ওসমান পরিবারের কাউন্সিলরদের নাম। একাধিক সূত্রে জানা গেছে, বতর্মান সময়ে সুবিধায় রয়েছেন আওয়ামীলীগ সরকার আমলে বিশেষ সুবিধা নেয়া নারী-পুরুষ কাউন্সিলররা। ইতোমধ্যে জেলা বাসদের নেতা ও ১৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের বাড়িতে হামলা ঘটনা এখনো বিচার হয়নি। মামলা হলেও এখনো কাউকে আটক বা গ্রেপ্তার হয়নি। গত বছর ৩০ অক্টোবর মধ্যরাতে সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান এবং ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নির নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন অসিত বরণের। এদিকে বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ দল থেকে বহিস্কৃত হয়েছেন। সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন দলের কোন পদে নেই। সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ বন্দর থানা বিএনপি সভাপতি দায়িত্ব পালন কলেও আলোচনা সমালোচনায় রয়েছেন। কিন্তু তিনি মাত্র আড়াই বছরের কাউন্সিলর দায়িত্ব পালন করতে পেরেছেন। রাফিউর রাব্বি বক্তব্যে ওই কাউন্সিলরকে ১৬ বছর ধরে ওসমান পরিবারের সভায় উপস্থিত থেকে তাদের সমর্থন দিয়েছেন, আর এখন হত্যাকাÐ নিয়ে ব্যবসা করছেন মন্তব্যে করেন। এমন ২/৩ জন বিএনপি নারী কাউন্সিলর নাম উঠে আসলেও ১৬ বছরের সমর্থন হিসেবে পাওয়া যায়নি। ফলে ক্ষমতাচ্যুত সরকারের সমর্থিত এক নারী কাউন্সিলর নামে উঠে আসছে বলে আভাস পাওয়া গেছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯