ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন গনতন্ত্রের অতন্দ্রপ্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর ফতুল্লা বাজার এলাকায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.দুলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবদুল খালেক টিপু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো.সাগর সিদ্দিকী, জেলা ছাত্রদলের সহসভাপতি মো.জুয়েল আরমান,ফতুল্লা থানা জাসাসের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সজীব, যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ সুমন প্রমুখ। এ সময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন গনতন্ত্রের অতন্দ্রপ্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনা করে বলেন, আমাদের গনতন্ত্রের মা অসুস্থ। তার সুচিকিৎসার জন্য বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। আমরা দেশের আপামর জনগনের কাছে তার দ্রæত সুস্থ্যতার জন্য দোয়া কামনা করছি। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন গনতন্ত্রের অতন্দ্রপ্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো.ইকবাল হোসেন। দোয়া শেষে আগত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
ই
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯