ডান্ডিবার্তা রিপোর্ট
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “থানা সম্মেলন। সম্মেলনে বক্তারা নীতি ও আদর্শের পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, “নেতা পরিবর্তনের পাশাপাশি নীতি পরিবর্তন না হলে জাতির মুক্তি সম্ভব নয়।” সম্মেলনের সভাপতিত্ব করেন ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি হাফেজ মুহাম্মাদ আমীন উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম। বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশ অনেক নেতা পরিবর্তন দেখেছে, তবে নীতি ও আদর্শে কোনো মৌলিক পরিবর্তন হয়নি। বক্তারা আরও উল্লেখ করেন, “দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফ কায়েম করতে হলে নিজেকে পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে।” সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূমিকা তুলে ধরে বক্তারা জানান, তারা শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেন। সম্মেলনের শেষ পর্যায়ে নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ আলী ফতুল্লা থানার ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করেন। নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন: সভাপতি সাইদুল ইসলাম সিয়াম, সহ-সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক: মিরাজ মোর্শেদ। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ফতুল্লা থানার সাবেক নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯