ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল শনিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে এ টু জেট হাসপাতালের দায়িত্ব অবহেলায় নবজাতকের মৃত্যু ঘটেছে। ভুক্তভোগীর ভাই মোঃ আসলাম হোসেন (৩০) জানান,আমার বোন রুজিনা (২০) গর্ভবতী থাকায় এ টু জেট হাসপাতালে গত শুক্রবার রাতে সন্তান প্রসব করার জন্য ভর্তি করাই।ঐ সময় ডিইটি ডাক্তার বিশেষজ্ঞ সাইফুল ইসলাম আমার বোনকে চেক-আপ করে সন্তান ও মা উভয়ই সুস্থ্য আছে বলিয়া স্বীকারোক্তি দেয়।নরমাল সন্তান প্রসব করবে বলিয়া হাসপাতালের নার্সগন চেষ্টা করিলে উক্ত বিষয়ে একই তারিখ ভোর অনুমান ০৪:০০ ঘটিকার পর্যন্ত শেষ সময় নির্ধারণ করে। একই তারিখ রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় উক্ত হাসপাতালের অজ্ঞাতনামা ৪/৫ জন নার্স আমার বোনকে সন্তান প্রসবের জন্য নরমাল ভাবে চেষ্টা করানোর নাম করিয়া অপারেশন থিয়েটারে নিয়া যায়। রাত ৩টায় অজ্ঞাতনামা নার্স ৪/৫ জন নার্স আমার বোনের সন্তানকে মৃত অবস্থায় আমাদের হাতে তুলিয়া দিয়া বাচ্চার হার্টবিট কম বলিয়া দ্রæত মাতুয়াইল নিয়া যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু ঘটনাস্থলে আমার বোনের সন্তানকে যখন আমাদের হাতে তুলিয়া দেয় তখন দেখতে পাই বাচ্চার বুকের অতিরিক্ত চাপচাপি করিলে গুরুতর নীলা জখমপ্রাপ্ত সহ পুত্র সন্তান হওয়ায় তাহার অন্ডকোষ মাত্রাতিরক্ত ফোলা এবং পুরো শরীর নীলচে রঙ্গের। জিজ্ঞাসাবাদ করিলে উত্তরে তাহারা আমাদের কে বিভিন্ন অকথ্য ভাষায় মন্তব্য করিয়া দেখিয়া নেয়ার হুমকি সহ উক্ত বিষয়ে দ্রæত মাতুয়াইল নিয়া না যাইলে উল্টো আমাদের কে মানহানির মামলা দিয়া হয়রানী করিবে।আমরা দ্রæত এম্বুলেন্স যোগে বাচ্চাকে নিয়া মাতুয়াইল হাসপাতালে নিয়া যাইলে হাসপাতালের ডিউটিরত ডাক্তার বাচ্চা অনেক আগেই মারা গিয়েছে বলিয়া অবহিত করিলে ঘটনাস্থল হইতে চলিয়া আসি। এব্যাপারে মোঃ আসলাম হোসেন বাদী হয়ে এ টু জেট প্রতিষ্ঠানের ম্যানেজার এবং ৭/৮ জনের বিরুদ্ধে আড়াই হাজার থানায় অভিযোগ দায়ের করেন। শিশুর চাচা মেহেদী হাসান জানান ট হাসপাতাল কতৃপক্ষ দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কিছু যাতে না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে বলে আস্বস্থ করেন। অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। আড়াইহাজার থানার এস আই মাহবুব জানান শিশুর পরিবারের লোকজনের আপত্তি না থাকায় শিশুর মৃতদেহ পরিবরের নিকট হস্তান্তর করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯