আজ বৃহস্পতিবার | ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ | ১৫ রজব ১৪৪৬ | রাত ১২:৪৪

আড়াইহাজারে এ টু জেট হাসপাতালের দায়িত্ব অবহেলায় নবজাতকের মৃত্যু

ডান্ডিবার্তা | ১২ জানুয়ারি, ২০২৫ | ১০:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল শনিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে এ টু জেট হাসপাতালের দায়িত্ব অবহেলায় নবজাতকের মৃত্যু ঘটেছে। ভুক্তভোগীর ভাই মোঃ আসলাম হোসেন (৩০) জানান,আমার বোন রুজিনা (২০) গর্ভবতী থাকায় এ টু জেট হাসপাতালে গত শুক্রবার রাতে সন্তান প্রসব করার জন্য ভর্তি করাই।ঐ সময় ডিইটি ডাক্তার বিশেষজ্ঞ সাইফুল ইসলাম আমার বোনকে চেক-আপ করে সন্তান ও মা উভয়ই সুস্থ্য আছে বলিয়া স্বীকারোক্তি দেয়।নরমাল সন্তান প্রসব করবে বলিয়া হাসপাতালের নার্সগন চেষ্টা করিলে উক্ত বিষয়ে একই তারিখ ভোর অনুমান ০৪:০০ ঘটিকার পর্যন্ত শেষ সময় নির্ধারণ করে। একই তারিখ রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় উক্ত হাসপাতালের অজ্ঞাতনামা ৪/৫ জন নার্স আমার বোনকে সন্তান প্রসবের জন্য নরমাল ভাবে চেষ্টা করানোর নাম করিয়া অপারেশন থিয়েটারে নিয়া যায়। রাত ৩টায় অজ্ঞাতনামা নার্স ৪/৫ জন নার্স আমার বোনের সন্তানকে মৃত অবস্থায় আমাদের হাতে তুলিয়া দিয়া বাচ্চার হার্টবিট কম বলিয়া দ্রæত মাতুয়াইল নিয়া যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু ঘটনাস্থলে আমার বোনের সন্তানকে যখন আমাদের হাতে তুলিয়া দেয় তখন দেখতে পাই বাচ্চার বুকের অতিরিক্ত চাপচাপি করিলে গুরুতর নীলা জখমপ্রাপ্ত সহ পুত্র সন্তান হওয়ায় তাহার অন্ডকোষ মাত্রাতিরক্ত ফোলা এবং পুরো শরীর নীলচে রঙ্গের। জিজ্ঞাসাবাদ করিলে উত্তরে তাহারা আমাদের কে বিভিন্ন অকথ্য ভাষায় মন্তব্য করিয়া দেখিয়া নেয়ার হুমকি সহ উক্ত বিষয়ে দ্রæত মাতুয়াইল নিয়া না যাইলে উল্টো আমাদের কে মানহানির মামলা দিয়া হয়রানী করিবে।আমরা দ্রæত এম্বুলেন্স যোগে বাচ্চাকে নিয়া মাতুয়াইল হাসপাতালে নিয়া যাইলে হাসপাতালের ডিউটিরত ডাক্তার বাচ্চা অনেক আগেই মারা গিয়েছে বলিয়া অবহিত করিলে ঘটনাস্থল হইতে চলিয়া আসি। এব্যাপারে মোঃ আসলাম হোসেন বাদী হয়ে এ টু জেট প্রতিষ্ঠানের ম্যানেজার এবং ৭/৮ জনের বিরুদ্ধে আড়াই হাজার থানায় অভিযোগ দায়ের করেন। শিশুর চাচা মেহেদী হাসান জানান ট হাসপাতাল কতৃপক্ষ দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কিছু যাতে না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে বলে আস্বস্থ করেন। অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। আড়াইহাজার থানার এস আই মাহবুব জানান শিশুর পরিবারের লোকজনের আপত্তি না থাকায় শিশুর মৃতদেহ পরিবরের নিকট হস্তান্তর করা হয়েছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা