আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ১০:৫৪

নদী থেকে অবৈধ বালু উত্তোলন চলছেই বালুদস্যুদের হাত বদল হয়েছে মাত্র

ডান্ডিবার্তা | ১২ জানুয়ারি, ২০২৫ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বছরের পর বছর ধরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা ও হাড়িদোয়া নদী থেকে অবৈধভাবে বালু তুলে আসছে প্রভাবশালী চক্র। ইজারা না নিয়েই এভাবে চলছে দীর্ঘদিন। প্রশাসনের কর্মকর্তারা মাঝেমধ্যে অভিযান চালিয়েই দায়িত্ব শেষ করছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। উল্টো নদীতীরের মানুষের জমি প্রায়ই ভেঙে বিলীন হচ্ছে। সা¤প্রতিক সময়ে মেঘনায় চলাচলকারী নৌযান আটকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। এমন চাঁদাবাজির শিকার বালুবাহী ট্রলারও। আদায় করা চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে লেগে থাকে সংঘর্ষও। এসব অপকর্মের প্রতিবাদে গত শুক্রবার স্থানীয়দের উদ্যোগে পদযাত্রা হয়েছে। পরে এক গণসমাবেশে বালু উত্তোলনকারী চক্র ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন বক্তারা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সংবাদ ছড়িয়ে পড়তেই আত্মগোপনে চলে যান স্থানীয় সংসদ সদস্যসহ আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা। তাদের বেশির ভাগই এখন গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দায়ের হত্যা মামলার আসামি। এ ছাড়া আত্মগোপনে আছে আড়াইহাজার ও গোপালদী পৌরসভার মেয়র, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতারা। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বালু উত্তোলনকারী চক্রের নেতৃত্বে ছিলেন সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন। তাঁর মতো আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাই উপজেলার এই চক্র নিয়ন্ত্রণ করতেন। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ায় কিছুদিন বালু উত্তোলন বন্ধ ছিল। পরবর্তী সময়ে বালু তোলা শুরু করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতারা। তাদের সিন্ডিকেট আওয়ামী লীগ নেতাদের শূন্যস্থান পূরণ করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। হাড়িদোয়া নদীর নিচপাড়া মোহনপুর এলাকায় বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার নেতৃত্বে বালু উত্তোলন চলছে। হামলা ও মিথ্যা মামলার ভয়ে এলাকাবাসী প্রতিবাদের সাহসও পাচ্ছে না। মোহনপুরের কৃষক সোহেল মিয়ার ভাষ্য, হাড়িদোয়া নদীর পাশে তাঁর প্রায় দুই বিঘা জমি রয়েছে। সেখানে মরিচ, গম, শাকসবজির চাষ করেছেন। কিন্তু প্রভাবশালী সিন্ডিকেট বালু তোলা চালিয়ে যাওয়ায় তাঁর জমিটি নদীতে বিলীন হওয়ার পথে। এ ছাড়া কালাপাহাড়িয়া গ্রামের পূর্ব পাশের বালুচরের পশ্চিম পাশে অবস্থিত মেঘনার শাখা নদী থেকে রাতের বেলায় তোলা হচ্ছে বালু। এলাকাবাসী জানায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির এক শীর্ষ নেতার নেতৃত্বে গঠিত সিন্ডিকেট এখানে জড়িত। ছোট এই নদীর দুই তীরের জমিতে বোরো চাষ করেছেন কৃষকরা। অবৈধভাবে বালু তোলায় তাদের জমিও ভাঙনের ঝুঁকিতে পড়েছে। কৃষকরা জমি রক্ষায় দ্রæত বালু তোলা বন্ধে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা