ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ হাসান পাপ্পুর উদ্যোগে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব অত্র ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও প্রধান বক্তা হিসেবে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ উপস্থিত ছিলেন। মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ হাসান পাপ্পুর সভাপতিত্বে বন্দর উপজেলা যুবদল নেতা ওয়াদুদ সাগর, কামরুল ইসলাম রনি ও সম্রাট সুজন, মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী ও বন্দর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি সাকিব রাইয়্যান, বন্দর থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রোমান, বন্দর উপজেলা কৃষক দলের সদস্য সচিব সেলিম মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাতুল হাসান, মদনপুর ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আসলাম আহমেদ, সাবেক সহ-সভাপতি রিফাত, ধামগড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী জসিম সাউদ সহ বন্দর উপজেলা, বন্দর থানা, সদর থানা ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন খালেক মিয়া, জিহাদ আহমেদ ও ইউসুফ মিয়া।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯