আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | সন্ধ্যা ৬:৫৬

অদক্ষতার কারণে না’গঞ্জে সেতু হয়েছে সি ক্যাটাগরির

ডান্ডিবার্তা | ১২ জানুয়ারি, ২০২৫ | ১১:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মহানগর বিএনপির আহহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন বলেন, নারায়ণগঞ্জ কিন্তু একটি বি ক্যাটাগরির জেলা। অথচ তখন এর নেতৃত্বে থাকা নেতাদের অদক্ষতার কারণে নারায়ণগঞ্জের যে সেতু হয়েছে সেটি সি ক্যাটাগরি হয়েছে, অথচ নারায়ণগঞ্জের থেকে ছোট জেলা মুন্সিগঞ্জ সেটা বি ক্যাটাগরি। যেগুলো বিভাগীয় শহর সেগুলো হয়েছে এ ক্যাটাগরির। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই?’ শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এই সব কথা বলেন। এসময় তিরি আরও বলেন, এ ক্যাটাগরির করার কারণ হলো, সারা বাংলাদেশে মোট ১০ টি সিটি কর্পোরেশন হয়েছে। এর মধ্যে গাজীপুর এবং নারায়ণগঞ্জ বাদে সবগুলোই এ ক্যাটাগরির। নারায়ণগঞ্জও যেন এ ক্যাটাগরির মধ্যে পড়ে সেই জন্য প্রথম আমাদের আন্দোলন করতে হবে। এরপর প্রশাসন যাতে নিরপেক্ষ এবং দক্ষ হয় সেটার প্রতি আন্দোলন করতে হবে। আগেও যেমন দেখেছি ডান দল, বাম দল এবার যেন আমার না হয়। যে খারাপ তাকে ওইভাবেই ট্রিট করতে হবে। প্রত্যেক খারাপকেই একইভাবে ট্রিট করতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা সারা দেশের নেতা কর্মীদের মেসেজ পাঠিয়েছেন। দলের মধ্যে যেন কোনো চাঁদাবাজ, দখলবাজ কিংবা সন্ত্রাসী তৈরি না হয়। সাখাওয়াত বলেন, দেশে ভালো কাজ করার নতুন সুযোগ তৈরি হয়েছে। এ কাজটি যদি আরো ১৫ বছর আগে করা যেত তাহলে ভালো হতো। কিন্তু তখন আমরা পারিনি কারণ আমাদের বিনা কারণে কোমরের রশি বেঁধে জেলে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই চুপ করে বসে রয়েছেন। অথচ সে সময় শামীম ও সেলিম ওসমানের অন্যায় অপরাধকে সমর্থন জানিয়েছেন। নারায়ণগঞ্জের একটু সমস্যা হলো এখানে প্রশাসনের যারা আসেন তারা কেউ শক্তিশালী হয় না। এখানে যারা আসে তারা মধু খাওয়ার জন্য আসে, মধু খাওয়া শেষ হলে চলে যায়। যারা সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে তাদের সকলকে নারায়ণগঞ্জ ঐক্যবদ্ধ হতে হবে। এগুলো গুনাবলি যাদের মধ্যে আছে তারা যদি দূরে থাকে তাদের সংঘবদ্ধ করতে হবে। ৫ই আগস্ট যে আন্দোলন সে আন্দোলনের নারায়ণগঞ্জ বিশাল ভূমিকা পালন করেছে। অন্যের বিরুদ্ধে আমাদের কথা বলা শুরু করতে হবে। একটি ফ্যানের সুইচ বন্ধ করার পরও সেটা কিছুক্ষণ সময় চলে। তেমনি নারায়ণগঞ্জের পরিস্থিতি হয়েছে। তবে আমাদের নিজেদের স্বার্থেই নারায়ণগঞ্জ থেকে এই ধরনের সন্ত্রাস, চাঁদাবাজী উৎখাত করতে হবে। নারায়ণগঞ্জের অনেক সমস্যার কথা বলা হয়েছে, তবে সেগুলো সব ঠিক হয়ে যাবে যদি এই জেলাকে এ ক্যাটাগরির জেলা করা যায়। সাখাওয়াত আরও বলেন, নারায়ণগঞ্জের অনেক চাকরিজীবী, ব্যবসায়ীরা ঢাকা থাকে কারণ নারায়ণগঞ্জের মানসম্পন্ন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। অনেকেই চিকিৎসার জন্য ঢাকা যায়, কিন্তু নারায়ণগঞ্জেই উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাতে মানুষ টাকা বা বিদেশ না গিয়ে নারায়ণগঞ্জ উন্নত চিকিৎসা করতে পারে। যদি স্বাস্থ্য ভালো থাকে এবং সুশিক্ষিত করা যায় তাহলে এই নারায়ণগঞ্জকে ভালো করা সম্ভব। তবে অনেকে বলেছেন কিছু অস্থিরতা বিরাজমান। এই অস্থিরতা দূর করতে হলে এখানে যারা বসেছি সবাইয়ের ঐক্যবদ্ধ হতে হবে। এই যানজট সন্ত্রাস মুক্ত করার কথা প্রশাসনের কিন্তু অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকার কারণে তারা এটা করতে পারছে না। আমাদের সর্বপ্রথম প্রশাসনকে সক্রিয় করতে হবে। যদি প্রশাসন সক্রিয় না হয় তাহলে আমাদের এই ভালো উদ্যোগ ও কাজে আসবে না। আপনাদের সকল ভালো উদ্যোগের সাথে বিএনপি সব সময় আছে। এক দেশে ভালো খারাপ সবাই থাকে, তবে আমাদের খারাপ কে ঘৃণা করতে হবে। আমরা কোন খারাপকে প্রশ্রয় দেইনি আগামীতেও দেবো না। নারায়ণগঞ্জের ৩৫ টি হত্যাকান্ড হয়েছে, প্রতিটি বিচার আমরা চাই। এতদিন ত্বকী হত্যার বিচার বন্ধ ছিল কিন্তু এখন ত্বকী হত্যার বিচারে নারায়ণগঞ্জেই হবে ইনশাল্লাহ। রাজনৈতিক দলগুলোর কাছে আমার অনুরোধ থাকবে যাদের এরকম সন্ত্রাসী মূলক ব্যাকগ্রাউন্ড আছে তাদের নমিনেশন দেবেন না। আমরা আগামী নির্বাচনে তাদের বয়কট করবো।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা