ডান্ডিবার্তা রিপোর্ট
অদক্ষতার কারণে নারায়ণগঞ্জের যে সেতু হয়েছে সেটি সি ক্যাটাগরি হয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার আহŸান জানিয়েছেন। তিনি বলেন, “আমি সুন্দর, সন্ত্রাসমুক্ত, যানজটমুক্ত এবং সুশাসনের একটি নারায়ণগঞ্জ চাই। আমরা স্বপ্ন দেখতে চাই এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।” গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘আমার নারায়ণগঞ্জ’ আয়োজিত ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এ দাবি জানান। মাহবুবুর রহমান উল্লেখ করেন, নারায়ণগঞ্জ শহরের যানজট একটি মারাত্মক সমস্যা। “চাষাঢ়া থেকে দুই নম্বর গেট যেতে ১ ঘণ্টা লেগে যায়। অথচ সমস্যা সমাধানের জন্য বড় বড় পদ সৃষ্টি হয়েছে, কিন্তু কার্যকর পরিবর্তন হয়নি।” তিনি ট্রাফিক বিভাগের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিজ্ঞ এবং যোগ্য প্রশাসক নিয়োগের দাবি জানান। তিনি বলেন, “নারায়ণগঞ্জে করদাতারা চট্টগ্রামের পর সর্বোচ্চ কর প্রদান করে, অথচ আমরা মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।” তিনি বিকেএমইএ এবং অন্যান্য সংগঠনে ক্ষমতার অপব্যবহার এবং সিন্ডিকেটের সমালোচনা করে বলেন, “এখানে বিকেএমইএ যেটা হচ্ছে নীট শিল্পের প্রাণ। এখানে ১৫ বছর এক ব্যক্তি দখল করে রেখেছিল। বারবার ব্যবসায়ীদের দূরে সরিয়ে দিচ্ছিল। এবং তার হাতে পাপ্পু-টাপ্পু কোথা থেকে কাকে ডেকে নিয়ে বসিয়ে সেট করে দিয়েছে। বিকেএমইএ পরিবর্তন হয়েছে কি? আমরা দেখলাম সভাপতি পরিবর্তন হয়েছে, পুরো কমিটি রয়ে গেছে। সেখানে সেলিম ওসমানের মেয়ের জামাইও আছে। সেখানে সেলিম ওসমানের দোসররা রয়ে গেছে, যারা নারায়ণগঞ্জকে কলুষিত করেছে। কেন থাকবে তারা? একজন এজিএম ছাড়া বিকেএমইএর পরিবর্তন হয় কিভাবে?” মোহাম্মদ আলীর সমালোচনা করে তিনি বলেন, “আজকে পেছন থেকে ইন্ধন দেয় একজন মোহাম্মদ আলী। বিকেএমইএ, ইয়ার্ন মার্চেন্টস, নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব—এমন কোনো নির্বাচন নেই যেখানে তিনি অপদস্ত করেননি। টাকার খেলা, ভোটের বিনিময়ে টাকা—এই প্রবর্তক হচ্ছেন মোহাম্মদ আলী। তিনি বহাল তবিয়তে আছেন। যারা মামলা করেন, আপনারা দেখেন না। তার কীর্তিকলাপ আপনাদের নজরে আসে না। তিনি এখনো কীভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচনে ইন্টারফেয়ার করেন।” বাস মালিকদের দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, “বাস মালিকরা দিনের ইনকামের অর্ধেক সন্ত্রাসী ও চাঁদাবাজদের দিতে বাধ্য হয়। এক সন্ত্রাসী গেলে আরেকজন আসে। এ সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে।” মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জের জনগণ, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার আহŸান জানান। “গডফাদারদের প্রভাবমুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপুর সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন ‘আমার নারায়ণগঞ্জ’ সংগঠনের আহবায়ক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯