ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমাদের দেশের গার্মেন্টস শিল্প, সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনের একটি শিল্প। নারায়ণগঞ্জ সমৃদ্ধশালী এই শিল্পে, বহু বৈদেশিক মুদ্রা এখান থেকে অর্জন করা হয়। আমরা কি দাবি করতে পারি না যে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে হবে। আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি করতে পারি না। আমরা প্রত্যেকটি থানায় কমপক্ষে একটি করে খেলার মাঠ দাবি করতে পারি না। আমি এই কথাগুলো এজন্য বলছি যে, আমাদের চাহিদা অনেক আছে; আদায় করার ব্যবস্থা নাই। জবাবদিহিতা থাকলে অনেক প্রতিষ্ঠান-সংগঠনের দুর্নীতি অনেকটাই কমে যাবে। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই?’ শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এই সব কথা বলেন। গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প সমৃদ্ধ এলাকা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন নারায়ণগঞ্জ। অতীতের ইতিহাস, অনেকে বলেছেন আমাদের দুর্নাম রয়েছে; আমাদের খ্যাতিরও কিন্তু কোন অভাব নেই। বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং অর্থনৈতিক উন্নয়নে অনেক উল্লেখযোগ্য নারায়ণগঞ্জের মানুষ পালন করেছে। অনেক ইতিহাস তৈরি করেছে। হতে পারে, আমাদের কিছু মানুষের বিভিন্ন কান্ডের কারণে নারায়ণগঞ্জের কিছু দুর্নাম হয়েছে। আমরা কেউই এই দুর্নাম চাই না, আমরা সুনাম চাই। তিনি বলেন, আমরা সেই নারায়ণগঞ্জ চাই যেই নারায়ণগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থনৈতিক ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান ভূমিকা রাখে সেসকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যাদের মধ্যে মানবিক গুনাবলী থাকবে; তাদের নেতৃত্ব আমরা নারায়ণগঞ্জে দেখতে চাই। ভালো নেতৃত্ব তৈরি করা গেলে নারায়ণগঞ্জকে এগিয়ে নেয়া যাবে। এই কাজটি করার জন্য আমাদের কিছু চিন্তা চেতনা পরিবর্তনের দরকার রয়েছে। আমি একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই, ধরেন নারায়ণগঞ্জে কোন নতুন এসপি, ডিসি বা ওসি আসলো। এমন নির্লজ্জ বেহায়াপনা আমরা প্রদর্শন করি, ফুলের তোড়া নিয়ে আগে গিয়ে তাকে সংবর্ধনা জানাবো। কে তার সাথে ছবি তুলে কর্ম করে তার সান্নিধ্য লাভ করব, এজন্য আমরা এগিয়ে যাই। এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না।আমরা অবশ্যই একটি একজন ব্যক্তিকে প্রশংসা করবো, কিন্ত সেটা তার কর্ম দেখে। আমাদের চারিত্রিক অবক্ষয় থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। এ প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালিত হয়, তাই এই প্রশাসনের ওপর নারায়ণগঞ্জবাসীর অবশ্য একটি চাপ থাকতে হবে। যেমন দাবি থাকবে, দাবি বাস্তবায়নের চাপও থাকতে হবে। সেখানে চামচাগিরি করার অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। না হলে কাঙ্খিত উন্নয়ন আমরা অর্জন করতে পারবোনা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯