ডান্ডিবার্তা রিপোর্ট
লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যতœআত্তির দায়িত্বে আছেন দুই পুত্রবধূ। বেশির ভাগ সময় দাদিকে সঙ্গ দিচ্ছেন তিন নাতনি। আপনজনের সান্নিধ্যে ফুরফুরে মেজাজে সময় পার করছেন সাবেক এ প্রধানমন্ত্রী। গত শুক্রবার লন্ডন থেকে মেডিকেল বোর্ডের এক সদস্য সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লম্বা ভ্রমণের পরও বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে আপনজনের সান্নিধ্যে থাকায়। দি লন্ডন ক্লিনিকে ভর্তির পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কয়েকটি রিপোর্ট আসার পর পর্যালোচনা করে চিকিৎসকরা ওষুধ প্রয়োগ করছেন। অন্যান্য রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড বসে লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা প্রশ্নে মেডিকেল বোর্ডের ওই সদস্য বলেন, লন্ডন ক্লিনিকে খুবই উন্নতমানের চিকিৎসা হয়। মনে হয় না ম্যাডামকে অন্য কোথাও নেওয়ার প্রয়োজন পড়বে। তবে বোর্ড সিদ্ধান্ত দিলে ব্যবস্থা নেওয়া হবে। পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত হাসপাতালে দাদির পাশে ছিলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, সংগঠনের সেক্রেটারি কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের একজন ও তাঁর লন্ডন ক্লিনিকে প্রবেশাধিকার রয়েছে। ম্যাডাম ছেলে, দুই পুত্রবধূ ও তিন নাতনিকে কাছে পেয়ে মানসিকভাবে ভালো আছেন। ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান (প্রয়াত কোকোর স্ত্রী) সার্বক্ষণিক শাশুড়ির যতœআত্তি করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ডা. জুবাইদা রহমান বাসা থেকে রান্না করে খাবার শাশুড়িকে খাওয়াচ্ছেন। লন্ডনে গত বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে বলেন, দু-এক দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষ হবে। বড়দিনের ছুটিতে এখনও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। তারা এসে খালেদা জিয়াকে দেখার পর চিকিৎসা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত দেবেন। বাংলাদেশ থেকে আসা চিকিৎসা বোর্ডের সদস্যরাও তাদের সঙ্গে শলাপরামর্শ অব্যাহত রেখেছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯