ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণার আপাতত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই সাথে কবে নাগাদ হতে পারে তারও কোনো নিশ্চয়তা নেই। বিএনপির সাংগঠনিক নানা প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা বিলম্বিতই থেকে যাচ্ছে। তবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা অতি শীঘ্রই জেলা বিএনপির নতুন কমিটির ঘোষণা হয়ে যাবে। সেই সাথে তৃণমূল পর্যায়ের নেতার্কমীদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। দলীয় সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দুপুরে অনেকটা আচমকায় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে অতিদ্রæত জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়ে দেয়া হয়। তবে কোনো তদন্ত কমিটি করা হয়েছিলো সে বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি। তবে এ বিষয়ে জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, কমিটি ভাঙ্গা গড়া চলমান একটি প্রক্রিয়া। দল যখন যে সিদ্ধান্ত নিবে বা দিবে সেটাই সর্বোত্তম। তার আগে ২০২২ সালের ১০ নভেম্বর ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আহবায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় দ্বি বার্ষিক সম্মেলনে মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। আর এই দুইজনের নেতৃত্ব থাকা অবস্থায় জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা বিএনপির এই কমিটি বিলুপ্ত হওয়ার সাথে সাথে নতুন কমিটি ঘোষণারও সম্ভাবনা সৃষ্টি হয়েছিলো। সেই সাথে সম্ভাবনাময় নেতাদের নিয়েও নানাভাবে আলাপ আলোচনা চলমান ছিলো। কিন্তু রাজধানীর পাশ্ববর্তী জেলা হিসেবে নারায়ণগঞ্জের গুরুত্ব বিবেচনায় কমিটি গঠনে একটু সময় নেয়া হয়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এই বিদেশ সফরে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে। পাশাপাশি আরও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে তারা ব্যস্ত রয়েছেন। ফলে আপাতত কমিটির দিকে তারা নজর দিতে পারছেন না। এদিকে গত ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। ফলশ্রæতিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালিন সময়ে এক রকম পরিস্থিতি ছিলো। আবার আওয়ামী লীগ সরকার পতনের পর আরেক রকম পরিস্থিতির উদ্ভব হয়েছে। এ সকল বিষয় হিসেব নিকেস করে নানাদিক বিবেচনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় সময় নিতে চাচ্ছে কেন্দ্রীয় বিএনপি। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ নভেম্বর শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে জেলা বিএনপির সর্বশেষ সম্মেলনে তৈমূর আলম খন্দকারকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধরণ সম্পাদক করা হয়। কিন্তু ৭ বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারেননি। এরপর ২০১৭ সালের ১৩ ফেব্রæয়ারি জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। সাড়ে ৩ বছর পর সেই কমিটি ভেঙে দিয়ে ২০২০ সালের ৩১ ডিসেম্বর কেন্দ্র থেকে পুনরায় তৈমূরকে আহবায়ক ও মামুন মাহমুদকে সদস্য সচিব করে জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। তবে ২০২২ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র নির্বাচন করায় তৈমূর আলম খন্দকারকে আহবায়কের পদ থেকে সরিয়ে দিয়ে মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়। সেই সাথে ওই বছরের ১৫ নভেম্বর মনিরুল ইসলাম রবি ও মামুন মাহমুদের আহবায়ক কমিটি ভেঙে দিয়ে কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে আহবায়ক ও জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে গত ১৭ জুন সম্মেলনের মধ্য দিয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। তবে তারা শেষ পর্যন্ত কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯