ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপিতে স্বৈরাচারের দোসররা ঢুকে বিএনপি সাজার চেষ্টা করছে এমন অভিযোগ বিএনপি নেতাদের পক্ষ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নেতাকর্মীদের সতর্ক করেছেন। যাতে স্বৈারাচারের দোসররা বিএনপিতে ঢুকে বিএনপির বদনাম না করতে পারে। কারণ স্বৈরাচারের প্রধান পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তাদের এজেন্টরা বিএনপিতে প্রবেশ করে বিএনপিকে দুর্বল করার মিশন বাস্তবায়ন করবে। শুধু তাই নয় ৫ আগষ্টে যারা লুটপাট করেছে তাদের অনেকে বিএনপি সাজার চেষ্টা করছে। এছাড়াও বিএনপিতে হাইব্রিড নেতারা লুটপাট চালিয়ে বিএনপিতে বিব্রত করেছে। অনেকে স্বৈরাচারের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। অনেকের শেল্টারে স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে রয়েছেন। যা সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। বিএনপির একজন হাইব্রিড নেতা যিনি ছিলেন কবুতর চোর ও গরুচোর বিএনপিতে ঢুকে এবার ৫ আগষ্টে ডকইয়ার্ডে লুটপাট চালায় আবার বিএনপির নেতা হয়ে স্বৈরাচারের দোসরদের টাকার বিনিময়ে এলাকায় ফিরে আসতে সহায়তা করেন। সেই নেতার নিজস্ব এলাকার শিল্পপ্রতিষ্ঠান থেকে তার লোক দিয়ে নিয়মিত চাঁদাবাজি করাচ্ছে। এ সকল নেতাদের নিয়ে কেন্দ্রীয় বিএনপি বিব্রত। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণগঞ্জের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগ অপশাসন চালিয়ে বেগম খালেদা জিয়ার ওপর শত জুলুম-নির্যাতন চালিয়ে। তবু তিনি আমাদের ছেড়ে পালিয়ে যাননি।” ১৬ বছর ধরে ষড়যন্ত্র করেছেন। আর ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করলে এবার ছাড় পাবেন না। মুক্তিযোদ্ধাদের বিক্রি করে লুটপাট করা আর চলবে না।” তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, দলের মধ্যে ‘দুষ্ট’ লোকদের কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে। কিছু সংখ্যক লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের কষ্টে পানি ঢেলে দিচ্ছে।” তিনি আরও বলেন, “পারিবারিক দুষ্ট লোকদের ‘টাইট’ দিয়ে রাখতে হয়, যাতে তারা দলের ক্ষতি করতে না পারে। দলের ভেতরেও এমন লোক থাকতে পারে, যাদেরকে ‘টাইট’ করে রাখতে হবে।” এখনো ষড়যন্ত্র থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন কিন্তু সব পরীক্ষা দিয়ে আপনারা উত্তীর্ণ হয়েছেন। তবে সামনে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যায়নি, আরও পরীক্ষা আছে। এমন একটি যুদ্ধ জনগণের পক্ষের যুদ্ধ, স্বাধীনতা সার্বভৌমত্বের যুদ্ধ, এ যুদ্ধে যদি জয়ী হতে হয়, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের ওপর লোভনীয় দৃষ্টিতে অনেকেই তাকিয়ে থাকে। এ দেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখা যায়, জনসমর্থনহীন সরকার রাখা যায়, তাহলে অনেকেই অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে। কিন্তু জনসমর্থিত সরকার থাকলে বা দেশের কথা চিন্তা করবে- এমন কেউ যদি দেশ পরিচালনার জন্য থাকে, তাহলে দেশ ও দেশের স্বার্থ নিরাপদ থাকবে। আর যারা শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা ১০ বার চিন্তা করবে। স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু লেজসহ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গেছে। তারা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। সুতরাং আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভেতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে।’ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ৫ আগস্টের পূর্বে নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিলো। এ এলাকাতেও সন্ত্রাসীরা ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিলো। স্বৈরাচারীনি শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর সারাদেশের মতো এই এলাকায় সাধারন মানুষ জিম্মি দশা থেকে মুক্তি লাভ করেছে। তবে সাবেক সংসদ ও নেতারা পানি নিষ্কাসনে শুধু বক্তব্য দিয়ে গেছেন কাজের কাজ কিছু করেনি। তারা বিদ্যু বিল জেনারেটর অপারেটরের বেতন না দিয়েই পালিয়ে গেছে। তিনি আরো বলেন, ৫ আগস্টের পূর্বে এলাকায় যেমন সন্ত্রাস ছিলো সে অবস্থান যেনো আর না হয়। ৫ আগস্টের পূর্বে যারা আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়ে থেকে চাঁদাবাজী, সন্ত্রাসী, লুটতরাজ করেছে তাদের অনেকেই এখন বিএনপি সাজার চেষ্টা করছে। সে দিকটা সকল নেতা কর্মীদের সতর্কত থাকার আহবান জানন। বিএনপি নেতারা মনে করেন বির্তকিত নেতাদের দ্রæত বহিস্কার করা হলে বা দলের মধ্যে শুদ্ধি অভিযান না চালালে দলের ভিতরে গাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা দলের সুনাম ক্ষুন্ন করে চলবেই। তাদের দলের মধ্যে রেখে দল ঠিক রাখা যাবে না। যারা দলের মধ্যে অবহেলিত তাদের সামনে এগিয়ে আনতে হবে। আর ত্যাগী নেতাদের প্রধান্য দিয়ে দল গুছাতে হবে। যারা পল্টিবাজ তাদের হাত থেকে দলীয় ক্ষমতা সরিয়ে নিতে হবে। তা হলে দলের জন্য মঙ্গল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষণ মহল।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯