আজ বৃহস্পতিবার | ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ | ১৫ রজব ১৪৪৬ | রাত ১২:৩৯

কুতুবপুরে আ’লীগ-বিএনপি’র সংঘর্ষে ৫জন আহত

ডান্ডিবার্তা | ১৩ জানুয়ারি, ২০২৫ | ৮:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সিবাগ এলাকায় পূর্বের শত্রæতার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ৮ টায় মুন্সিবাগ চৌরাস্তা মোড়ে এলাকায় দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় প্রায় আটজনের মত আহত হয়েছে।
উক্ত ঘটনায় ফতুল্লা মডেল থানায় চারটি অভিযোগ দায়ের করেছেন আওয়ামীলীগ বিএনপির উভয় গুরুপই। কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতা আজিজুল ইসলাম মাতব্বর ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া সাথে প্রথমে কথা কাটাকাটি এক পর্যায়ে উভয়-গুরুবি সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। এ ঘটনায়, আজিজুল ইসলাম মাতব্বর( ৬১)পিতা সাবু মাতব্বর, বাদশা মিয়া(৫৮) পিতা আব্দুল জব্বার, আবুল হোসেন (৫২)পিতা-মৃত ফালু মিয়া, জামাল(৪৭)পিতা আমির হোসেন সহ আরো প্রায় তিন থেকে চারজন আহত হয়েছেন প্রত্যেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিএনপির নেতা আজিজুল ইসলাম মাতব্বর বলেন কুতুবপুরের মুন্সিবাগ এলাকায় দীর্ঘদিন ধরেই সন্ত্রাস ও চাঁদাবাজিসহ না না অপকর্ম করে বেড়াচ্ছেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও তার ছোট ভাই আব্দুল মালেক দেলোয়ার হোসেন ও তার বোনজামাতা বাদশা মিয়া। তাদের বিরুদ্ধে আওয়ামী সরকারের আমলে চাঁদাবাজি, লুটপাট, দখল বাজি, ভূমিদস্যুতা সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে এরি ধারাবাহিকতায় গত ৯ জানুয়ারি কুতুবপুরের মুন্সিবা এলাকায় শীতবস্ত্র বিতরণ ও মাদক সন্ত্রাস বিরোধী একটি সভার আয়োজন করা হয়েছে। সভায় খালেক, মালেক ও তার পরিবারের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বক্তব্য প্রদান করায় আমার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপরে হামলা চালায় উক্ত ঘটনায় আমি সহ প্রায় আমার ৩-৪ জন লোক আহত হয়। উক্ত হামলার ঘটনায় আজিজুল ইসলাম মাতব্বর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় বাদশা মিয়া, দেলোয়ার, শফিক, স্টিল আনোয়ার, শামীম, সাজু, সজল, শম্ভু, নাজমা বেগম, কুলসুম, দুলাল সহ ১৩ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। বাকি তিনটি অভযোগ দায়ের করেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সির বোনজামাতা বাদশা মিয়া, আবুল হোসেন ও জালাল মিয়া বাদী হয়ে আসামি ইউসুফ মিয়া (৫০) পিতা আব্দুল করিম, আজিজুল(৫৫) পিতা সাবু মিয়া, বাচ্চু মিয়া, নয়নের বিরুদ্ধে। উক্ত সংঘর্ষের ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছেন, এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান রাতেই দুই গ্রæপের মারামারির ঘটনা শুনে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা