আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | দুপুর ১২:৩৭

অবশেষে প্রথম জয়ের স্বাদ রাজশাহীকে হারাল ঢাকা ক্যাপিটালস

ডান্ডিবার্তা | ১৩ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৩ পূর্বাহ্ণ

টানা ৬ ম্যাচে হার জয়ের স্বাদ কেমন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (১২ জানুয়ারি) দর্শকরা দেখল অন্যরকম ঢাকা। কিন্তু প্রথম জয়ের স্বাদ এতটা দাপটের সঙ্গে নিতে পারবে তারা, এমনটা কোনোভাবেই ভাবতে পারেনি হয়তো। ব্যাট হাতে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম যে বিস্ফোরক ইনিংস উপহার দিয়ে ২৫৪ রানের রেকর্ড স্কোর দাঁড় করিয়েছে, তার জবাবে দূর্বার রাজশাহী মাত্র ১০৫ রানে অলআউট হয়ে গেছে। ১৪৯ রানের বিশাল ব্যবধানে এবারের বিপিএলে প্রথম জয়ের স্বাদ নিলো ঢাকা ক্যাপিটালস।

দুর্বার রাজশাহীর বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে ঢাকা। বিপিএলের ১১ বছরের ইতিহাসে যা দলীয় সর্বোচ্চ।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটনের। সেই দুঃখ যেন ঝাড়লেন রাজশাহীর বোলারদের ওপর। বিপিএলের ইতিহাসে ক্রিস গেইলের যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন, বাংলাদেশিদের মধ্যে এককভাবেই দ্রুততম। ৪৪ বলে করা শতকটি লিটনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম। ২২৭.২৭ স্ট্রাইক রেটে ৫৫ বলে ১০টি চার ৯টি ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন।

২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দূর্বার রাজশাহী। প্রথম ওভারেই মোহাম্মদ হারিস শূন্য রানে আউট হয়ে যান। অধিনায়ক এনামুল হক বিজয় শূন্য রানে আউট হন প্রথম বলেই।

সাব্বির হোসাইন ১১ রান করে আউট হয়ে যান। ১৭ রান করে আউট হন ইয়াসির আলী রাব্বি। আকবর আলি বিদায় নেন ১ রান। এসএম মেহেরব আউট হয়ে যান ৪ রান করে। সর্বোচ্চ ৪৭ রান করেন রায়ান বার্ল। ৩২ বলে ৯ বাউন্ডারিতে এই ইনিংস সাজান তিনি।

সোহাগ গাজী আউট হয়ে যান শূন্য রানে। ১১ রানে আউট হন সানজামুল ইসলাম। তাসকিন আহমেদ ৯ রান করে আউ হন। শূন্য রানআউট হন শফিউল ইসলাম। ঢাকা ক্যাপিটালসের হয়ে আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন এবং ফারমানুল্লাহ ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ঢাকা ক্যাপিটালস। ১০৮ রান করে আউট হন তানজিদ হাসান তামিম, ১২৫ রানে লিটন দাস অপরাজিত থাকেন। ২৪১ রানের জুটি গড়েন তানজিদ তামিম এবং লিটন দাস।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা